সাতসকালে বীরভূমের পাইকরে হানা এনআইএ-র। তৃণমূল নেতাকে বাড়ি থেকে ধরে নিয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেলায় অবৈধ বিস্ফোরক মজুত মামলাতেই তৃণমূলের এই দাপুটে নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্যকে এনআইএ আটক করেছে বলে সূত্রের খবর। বীরভূমের পাইকরের তৃণমূল নেতা ইসলাম চৌধুরী আটক হওয়ায় জেলার রাজনীতিতে গুঞ্জন তুঙ্গে।
জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে হঠাৎই বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামে হানা দেয় এনআইএ-র একটি দল। বাড়ি থেকে আটক করা হয় তৃণমূল কংগ্রেসের নেতা ইসলাম চৌধুরীকে। আটক করার পর প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় পাইকর থানায়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ এনআইএ-এর গোয়েন্দাদের। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ইসলাম চৌধুরী মুরারই ২ ব্লকের কুশমোড়-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তিনি।
আরও পড়ুন- লরির ধাক্কায় খুদে পড়ুয়ার মৃত্যু, তুমুল বিক্ষোভ, গাড়ি-ভাঙচুর আগুন
সূত্রের খবর, বীরভূমে অবৈধ বিষ্ফোরকের ব্যবসার অভিযোগ উঠেছিল। এই অভিযোগে আগেই তিনজনকে গ্রেফতার করেছিল এনআইএ। ধৃতদের মধ্যে রয়েছেন নলহাটির মনোজ ঘোষ নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য।
আরও পড়ুন- গুজরাটে বসেই বিরাট নাশকতার ছক? ধৃত বাংলার ৩ যুবকের আল কায়েদা যোগ স্পষ্ট
তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর একাধিক অভিযোগ রয়েছে। মনোজের পর এবার জেলারই আরও এক তৃণমূল পঞ্চায়েত সদস্য আটক। ইসলাম চৌধুরী নামে ওই দাপুটে তৃণমূল নেতার আটক হওয়ার ঘটনায় জেলার রাজনীতিতে গুঞ্জন বাড়ছে। বিরোধীরাও শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে এই ইস্যুতে সোচ্চার হচ্ছে।