Advertisment

আরও দুই সন্দেহভাজনের আল-কায়দা যোগ! সন্ত্রাসের জাল ছড়িয়ে মালদাতেও

মুর্শিদাবাদে আল-কায়দা জঙ্গি সন্দেহে ধৃত ছয়জনকে জেরা করে আর দুই সন্দেহভাজনের হদিশ পেয়েছেন এনআইএ গোয়েন্দারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আল-কায়দা

মুর্শিদাবাদে আল-কায়দা জঙ্গি সন্দেহে ধৃত ছয়জনকে জেরা করে আর দুই সন্দেহভাজনের হদিশ পেয়েছেন এনআইএ গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, মালদা জেলার বাসিন্দা ওই দুই সন্দেহভাজন জঙ্গি আল-কায়দার সঙ্গে যুক্ত। মুর্শিদাবাদ থেকে ধৃত ছয়জনকে দিল্লিতে তিনটি আলাদা বিমানে করে নিয়ে গেছেন গোয়েন্দারা। সেখানেই জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে জানা গিয়েছে।

Advertisment

সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেডারে থাকা ওই দুই সন্দেহভাজন গত বৃহস্পতিবার রাতেই মুর্শিদাবাদে ধৃত ছয়জনের সঙ্গে গোপন বৈঠক করেছিল। তারপর থেকেই তারা বেপাত্তা। এনআইএ গোয়েন্দারা জানিয়েছেন, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের সঙ্গে কাশ্মীর উপত্যকার জঙ্গিদের যোগসাজশ রয়েছে বলে তদন্তে উঠে এসেছে বলে দাবি গোয়েন্দাদের। তাদের WhatsApp গ্রুপ চ্যাট খতিয়ে দেখে জঙ্গি নেটওয়ার্কের মাথা পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন জঙ্গিদের দিনভর জেরা, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

সোমবারই ধৃতদের তিনটি আলাদা বিমানে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে কলকাতা বিমানবন্দরে ধৃত এক সন্দেহভাজন সংবাদমাধ্যমের সামনে বলেছেন, তারা কোনও নাশকতার ছক কষেনি। এদিকে আল-কায়দা জঙ্গি সন্দেহে ধৃত আবু সুফিয়ানের রানিনগরের বাড়িতে হানা দিয়ে হদিশ মিলেছে সুড়ঙ্গের। এতে বোমা মজুত রাখা হত বলে জানা গিয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

NIA Al qaeda
Advertisment