scorecardresearch

বাংলায় রামনবমীতে অশান্তি: কোমর বেঁধে তদন্তে নামল NIA, দায়ের FIR

শুভেন্দু অধিকারীর মামলার পরিপ্রেক্ষিতে রামনবমীর দিন অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

nia starts investigation by lodge fir in ramnavami violence at bengal
রামনবমীর অশান্তির তদন্ত শুরু করল NIA।

রামনবমীতে অশান্তির ঘটনায় এবার কোমর বেঁধে তদন্ত শুরু করে দিল কেন্দ্রীয় সংস্থা এনআইএ। হাওড়া, হুগলি এবং ডালখোলার অশান্তির ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করেছে এনআইএ। এফআইআর দায়ের করে আজ থেকেই তদন্ত শুরু করে দিল কেন্দ্রীয় সংস্থা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার পরিপ্রেক্ষিতে রামনবমীর দিন অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

এবছর রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় গন্ডগোল ছড়িয়ে পড়ে। হাওড়ার শিবপুরের পাশাপাশি অশান্তির আগুন জ্বলে ওঠে হুগলির রিষড়া, শ্রীরামপুরেও। এরই পাশাপাশি হিংসার আগুন ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের ডালখোলাতেও। বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট, সম্পত্তি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে মারামারি-হাতাহাতি বাদ যায়নি কিছুই। টানা কয়েকদিন ধরে অশান্তির আবহ ছিল রাজ্যের বেশ কিছু এলাকায়। রীতিমতো কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়ে এলাকা শান্ত করেছে রাজ্য প্রশাসন।

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে বাংলায় এই অশান্তির ঘটনায় শুরু থেকেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে এসেছিল বঙ্গ বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত করেছিলেন। তারই ভিত্তিতে রামনবমীর অশান্তির তদন্ত এনআইএ-র কাঁধে দেয় উচ্চ আদালত।

আরও পড়ুন- ধেয়ে আসছেই ‘মোকা’, প্রায় তৈরি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস

এবার কোমর বেঁধে অশান্তি তদন্ত শুরু করে দিল কেন্দ্রীয় সংস্থা এনআইএ। রামনবমীতে বাংলায় অশান্তির ঘটনায় এফআইআর দায়ের করল এনআইএ। হাওড়া, হুগলি ও ডালখোলার অশান্তির ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করা হয়েছে বলে সূত্রে খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, শিবপুরের গন্ডগোলের ঘটনায় ২টি, রিষড়ার অশান্তিতে ১টি, শ্রীরামপুরের ঘটনায় ২টি এবং ডালখোলার অশান্তির ঘটনায় ১টি এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় থানাগুলি থেকে আজই ঘটনার কেস ডায়েরি নেবে এনআইএ। ঠিক কী ঘটনা ঘটেছিল? এব্যাপারে তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলবেন এনআইএ আধিকারিকরা।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Nia starts investigation by lodge fir in ramnavami violence at bengal