scorecardresearch

রামনবমীতে বাংলায় অশান্তি, শুভেন্দুর মামলায় নজিরবিহীন পদক্ষেপ হাইকোর্টের

রামনবমীতে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনায় বড়সড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের।

Calcutta High Court allowed BJP's meeting in Bankura Simlapal
শুভেন্দুর সভা প্রসঙ্গে কী জানাল হাইকোর্ট?

রামনবমীতে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনায় বড়সড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির তদন্তভার এনআইএ-কে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ উচ্চ আদালতের।

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এবছর রাজ্যের একাধিক এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। হাওড়ার শিবপুর থেকে শুরু করে হুগলির রিষড়া ছাড়াও উত্তর দিনাজপুরের ডালখোলায় তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে। মারধর, ভাঙচুর, লুঠপাট, আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে বাদ যায়নি কিছুই। দিনের পর দিন ১৪৪ ধারা জারি রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছে প্রশাসন। এদিকে, রামনবমীর অশান্তির ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূল ও বিজেপি তুমুল বাকযুদ্ধে জড়িয়েছে।

আরও পড়ুন- এবার কালিয়াগঞ্জেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, পুলিশকেই দুষছেন শুভেন্দু

বিজেপির অভিযোগ, শাসকদল তৃণমূলের মদতেই রামনবমীর দিনে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছিল। অন্যদিকে, জোড়াফুলের অভিযোগ রাজবনৈকি ফায়দা নিতেই রামনবমীর দিন শাখা-সংগঠনগুলিকে কাজে লাগিয়ে হিংসার পরিবেশ তৈরি করেছে বিজেপি। এতদিন রাজ্যের একাধিক এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ছড়ানো অশান্তির ঘটনার তদন্ত করছিল রাজ্য পুলিশ। তবে এবার আর রাজ্যের হাতে এই ঘটনাগুলির তদন্তভার রইল না।

আরও পড়ুন- ‘বীরভূমের গোমাতারা নিশ্চিন্তে বিচরণ করছে’, ভিডিও পোস্ট করে কেষ্টকে বেনজির টিপ্পনি অনুপমের

কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তির তদন্তের আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই এবার রামনবমীর অশান্তির তদন্তভার এনআইএ-কে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে মামলা সম্পর্কিত সব তথ্য এনআএই-কে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Nia will probe ramnavami violence in bengal ordered kolkata hc