রাজ্যের শাসক দল ও মন্ত্রিসভায় ফের করোনার থাবা। এবার করোনা আক্রান্ত শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি। শনিবারই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। কোভিড উপসর্গ থাকায় ওই দিন রাতেই প্রতিমন্ত্রীকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, রক্তচাপ-সুগার, অতিরিক্ত ওজনের মতো একাধিক কো-মর্বিডিটি থাকায় কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা।
জ্বর ও শ্বাসকষ্ট থাকায় বেসরকারি ল্যাব থেকে নমুনা পরীক্ষা করিয়েছিলেন মন্ত্রী নির্মল মাজি। সেই রিপোর্টই পজিটিভ আসে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত শ্রম দফতরের প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সেপ্টেম্বরের শুরুতেই মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নির্মল মাজিকে। মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার কয়েকদিনের মধ্যেই এবার করোনা সংক্রমিত হলেন তিনি।
জানা গিয়েছে, গত দু-তিনের মধ্যেই কলকাতা মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির বৈঠকে হাজির ছিলেন নির্মল মাজি। সেখানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ মেডিক্যালের অনেক শিক্ষক-চিকিৎসকরাও ছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন