scorecardresearch

দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার তদন্ত, বড় নির্দেশ হাইকোর্টের

পুলিশের রিপোর্টে উচ্চ আদালত সন্তুষ্ট নয়, তা এদিনের সিনির্দেশ থেকেই স্পষ্ট।

nisith pramanik car attack case cbi investigation dismissed supreme court , নিশীথ কাণ্ডের তদন্তে সিবিআইয়ের দাবি খারিজ, মামলা ফের হাইকোর্টে
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

গত ২৪ ফেব্রুয়ারি দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্ত সিবিআই-কে করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিারপতির ডিভিশন বেঞ্চ। আদাত জানিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই জন্য আদালত নিরপেক্ষ কোনও সংস্থার হাতে ওই হামলার ঘটনার তদন্তভার তুলে দিয়েছে।

২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক দিনহাটায় পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মী, সমর্থকরা। ৪০টি গাড়ির কনভয় নিয়ে এলাকায় নিশীথ প্রামাণিক অশান্তি করতে এসেছেন বলে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা। সেই সময় বোমা, গুলি চলে বলেও অভিযোগ বিজেপির। ঘটনার তদন্ত শুরু করে রাজ্য পুলিশ।

এসেবর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনার পরেই বিষয়টি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেন রাজ্যপাল। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তাও দিয়েছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

দিনহাটার ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। পুলিশের কাছে নিশীথ প্রামাণিকের উপর হামলার ও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট চায় আদালত। সেই মামলারই শুনানি ছিল এদিন। এর আগে নিশীথ কাণ্ডের তদন্ত নিজেদের হাতে চেয়ে আর্জি জানিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল, ‘ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত এখনও চলছে। সিবিআই-কে এই ঘটনার প্রাথমিক অনুসন্ধান করতে দেওয়া হোক। বিজেপির কর্মী নাকি তৃণমূল কর্মী, কারা জেলে থাকবেন সেটা পরের কথা। কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রীর উপরে আক্রমণ হয়েছে এটা গুরুতর ঘটনা। দেশের সংবিধানের উপর আঘাত করা হয়েছে।’

মঙ্গলবারের শুনানিতে দিনহাটার ঘটনায় পুলিশের রিপোর্টে যে উচ্চ আদালত সন্তুষ্ট নয়, তা এদিনের সিবিআইকে তদন্তের ভার অর্পণের নির্দেশ থেকেই স্পষ্ট হচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Nishith pramanik car attack case will be investigated by cbi order by calcutta hc