Advertisment

Nisith Pramanik: এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি থামিয়ে তল্লাশি! চরম উত্তেজনে, কিছু মিলল?

Lok Sabha Election 2024: অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর পর এবার তল্লাশির কবলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি!

author-image
IE Bangla Web Desk
New Update
pramanik car checking coochbehar west bengal police election commission lok sabha polls 2024 , নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গাড়িতে তল্লাশি পশ্চিমবঙ্গ পুলিশ লোকসভা ভোট ২০২৪

BJP: কমিশন ও পুলিশের আধিকারিকদের সঙ্গে তুমুল বিতণ্ডা নিশীথের, তবুও লাভ হল না!

Nisith Pramanik's Car Checking By Police And EC: ভোটের মুখে গত সপ্তাহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি নিয়ে শোরগোল পরেছিল। এবার তল্লাশি চলানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের গাড়িতে। যা নিয়ে মঙ্গলবার বিকেলের মুখে হুলস্থূল কাণ্ড কোচবিহারের দেওয়ানহাট এলাকায়।

Advertisment

জানা গিয়েছে, এ দিন বিকেলে দেওয়ানহাট অঞ্চল দিয়ে দিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়। মাঝপথে আচমকাই সেই কনভয় আটকায় নির্বাচন কমিশন এবং পুলিশের কর্মীরা! নাকা তল্লাশির জন্যই কনভয় থামানো হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন- PM Modi On Ram Navami: বুধে রামনবমী, ভোট আবহে বাংলার পদ্ম কর্মীদের চাগাতে কী বললেন মোদী?

যা শুনেই সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের নিরাপত্তারক্ষীরা। তাঁরা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে তল্লাশি চালানো যাবে না। তবে তা মানতে চাননি কর্তব্যরত নির্বাচন কমিশনের আধিকারি ও পুলিশ কর্মীরা।

আরও পড়ুন- Mamata Banerjee In Campaign: পারলেও জিভ টেনে নেননি! কাদের? হুঁশিয়ারির সুরে কারণ বাতলালেন মমতা

এরপর তার পর গাড়ি থেকে মেনে আসেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিক। কেন গাড়িতে তল্লাশি চালানো হবে, জানতে চান মন্ত্রী। কর্তব্যরত নির্বাচন কমিশনের আধিকারি ও পুলিশ কর্মীদের পরিচয়পত্রও দেখতে চান তিনি। নির্বাচন কমিশনের গাইডলাইনও দেখতে চান নিশীথ প্রমাণিক।

উভয়পক্ষের বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি মধ্যেই নিশীথ প্রমাণিকের কনভয়ে তল্লাশি শেষ করে কমিশন ও পুলিশের আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপরই ওই এলাকা ছাড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

bjp election commission West Bengal Police Nishith Pramanik 2024 General Election loksabha election 2024
Advertisment