Advertisment

Nisith Pramanik: তুলকালাম স্বস্তির দিনেও 'কাঁটা' যেন রয়েই গেল নিশীথের! ফের কেন কোর্টে যেতেই নির্দেশ

Nisith Pramanik: ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি গুলি চালানোর ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম জড়ায়। খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের দায়ের হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। সেই মামলায় নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক।

author-image
IE Bangla Web Desk
New Update
Nisith Pramanik anticipatory Bail Circuit Bench At Jalpaiguri, নিশীথ প্রামাণিক আগাম জামিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

Nisith Pramanik: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

Nisith Pramanik: কলকাতা হাইকোর্টে (Calcuta High Court) বড়সড় স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik)। কেন্দ্রীয় মন্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। তবে আগাম জামিন মিললেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে অমিত শাহের (Amit Shah) ডেপুটিকে।

Advertisment

উল্লেখ্য, ২০১৮ সালে কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় (Dinhata) একটি গুলি চালানোর ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম জড়ায়। খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয় নিশীথের বিরুদ্ধে। সেই মামলায় নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। রক্ষাকবচ না মিললেও সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর মক্কেলকে গ্রেফতারের আশঙ্কা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন নিশীথ প্রামাণিকের আইনজীবী।

আরও পড়ুন- Mamata-Dilip: ‘গাড়ির গতি ভারতে ২০০ কিলোমিটার হয় কিনা জানা নেই’, মমতার মন্তব্যে টিপ্পনি দিলীপের

যদিও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই (Circuit Bench At Jalpaiguri )মামলার শুনানি করতে নির্দেশ দেয়। বৃহস্পতিবার সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে নিশীথ প্রামাণিকের মামলার শুনানি ছিল। সেই শুানানিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জর করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। যদিও তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Same Gender Marriage: মানতে নারাজ পরিবার, মন্দিরে বিয়ে সমকামী দুই তরুণীর

supreme court West Bengal High Court Nisith Pramanik
Advertisment