scorecardresearch

বড় খবর

নিশীথের কনভয়ে হামলা: সিবিআই তদন্ত চান শুভেন্দু, ২ দিনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় আরও চাপে রাজ্য সরকার।

18 are arrested in nisith pramanik convoy attack case updates
নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত ১৮।

দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় আরও চাপে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে আগামী ২ দিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশ বেঞ্চ জানিয়েছে, শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। আদালতে কেস ডায়েরিও জমা দিতে হবে। শুক্রবার বেলায় ফের শুনানি হবে।

উল্লেখ্য, নিশীথের গাড়িতে হামলার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, শনিবার হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। আগে থেকেই দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের প্ররোচনা ছিল। এর পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নিশীথের কনভয়ে হামলা চালায়। পাথর এবং বোমা ছোড়া হয়।

তিনি আরও জানান, লাঠি দিয়ে মারধর করা হয় বিজেপি কর্মীদের। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর গাড়ির কাচ ভেঙেছে। তাঁর প্রাণহানিরও শঙ্কা ছিল। নিশীথ নিজে রবিবার সাংবাদিক সম্মেলন করে তাঁকে খুনের চেষ্টার অভিযোগ তোলেন। তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী।

আরও পড়ুন খুনের চেষ্টা হয়েছিল? পিলে চমকানো অভিযোগে শোরগোল ফেললেন নিশীথ

শুভেন্দুর আইনজীবী আদালতে আর্জি জানিয়েছেন, দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। তাঁর দাবি পুলিশ-প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। ঘটনার তদন্ত করুক সিবিআই। কারণ, ঘটনার জেরে সিআইএসএফ এফআইআর দায়ের করতে গেলে স্থানীয় থানা তা নেয়নি। উল্টে বিজেপির প্রায় জনা চল্লিশেক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের যুক্তি, “দেশের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী হামলার শিকার হচ্ছেন। তার পরও কেন কোনও পদক্ষেপ নয়, এই ঘটনায় আমরাও চাই সিবিআই তদন্ত করুক।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Nisith pramaniks convoy attacked hc summons states report in 2 days