scorecardresearch

ইগো সরিয়ে একজোটে লড়াই! ‘২৪-এর ভোটে বিজেপিকে রুখতে ‘মাস্টারপ্ল্যান’ মমতার

নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক নীতশ কুমার, তেজস্বী যাদবদের।

nitish kumar tejaswi yadav meets mamata banerjee at nabanna
নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার ও তেজস্বী যাদব।

২৪’এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বেশ কিছুক্ষণ রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে ত্রয়ী। গেরুয়া ঝড় রুখতে আগামী বছরের লোকসভা নির্বাচনে একজোটে লড়াইয়ের বার্তা বিজেপি বিরোধী তিন দলের প্রধানের।

সর্বভারতীয় দলের তকমা গেলেও জাতীয় রাজনীতিতে এখনও বিজেপি বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দেন অনেক নেতাই। তাঁদেরই অন্যতম বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ডেপুটি তেজস্বীকে সঙ্গে নিয়ে সোমবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরে গেলেন জেডি(ইউ) সুপ্রিমো। বিজেপিকে ধাক্কা দিতে সর্বভারতীয়স্তরে বিরোধীদের জোট শক্তিশালী করা নিয়ে আলোচনা ত্রয়ীর। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এখন থেকেই ‘গেমপ্ল্যান’ তৈরি করে সেই মতো এগনোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

আরও পড়ুন- পুর-নিয়োগেও কেলেঙ্কারি? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য

এদিন নিজেদের মধ্যে আলোচনা শেষে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের ভোটে বিজেপিকে ঠেকাতে গেলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একজোট হয়ে লড়তে হবে বিরোধীদের, এমনই বার্তা উঠে এলে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমারদের কথায়। এদিন বিহারের মুখ্যমন্ত্রী নতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিহারে সব বিরোধী দল মিলে বৈঠক হতে পারে। একসঙ্গে থেকে একটা বার্তা দিতে হবে। আমরা সবাই একসঙ্গে আছি। বিজেপি অনেক বড় হিরো হয়েছে। ভুয়ো ভিডিও, গুন্ডাগিরি করে হিরো হয়েছে বিজেপি। আমাদের ব্যক্তিগত কোনও ইগো নেই। সবাই একসঙ্গে কাজ করতে চাই।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Nitish kumar tejaswi yadav meets mamata banerjee at nabanna