Advertisment

Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে আইনি স্বস্তি ইডি অফিসারদের, কী নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের?

Sandeshkhali Case ED Calcutta High Court: এদিকে, ইডি বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে পৃথক একটি মামলা দায়ের করেছে। দ্রুত শুনানির আর্জি জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির আবেদন, তাদের অফিসারদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তা খারিজ করা হোক। এদিনই এই মামলার শুনানি হবে বলে হাইকোর্ট সূত্রে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
sandeshkhali investigation sheikh shahjahan cbi ed bengal police calcutta high court justice t s sivagnanam , সিবিআই নাকি রাজ্য পুলিশ, সন্দেশখালি ঘটনার তদন্তে কে কী নির্দেশ কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের?

সন্দেশখালি নিয়ে মামলায় কী নির্দেশ কলকাতা হাইকোর্টের?

Sandeshkhali ed attacked: এদিকে সন্দেশখালি কাণ্ডে ইডি অফিসারদের বিরুদ্ধেই ন্যাজাট থানায় এফআইআর দায়ের করেছিলেন শাহজাহানের বাড়ির কেয়ারটেকার। তাঁর অভিযোগ ছিল, আগে থেকে না জানিয়েই শেখ শাহাজাহানের বাড়িতে আসে ইডি। তারপর ওয়ারেন্ট ছাড়াই তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা। এর পাল্টা কলকাতা হাইকোর্টে মামলা করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই আবেদনের ভিত্তিতে এদিন হাইকোর্টের বিচারপতির মৌখির রায় গিয়েছে ইডি অফিসারদের পক্ষে। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক নির্দেশে জানিয়েছেন, সন্দেশখালি কাণ্ডে আগামী সোমবার পর্যন্ত ইডি অফিসারদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

Advertisment

এক প্রবীণ আইনজীবীর মৃত্যুর কারণে এই মামলার শুনানি হয়নি এদিন। তাই বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক নির্দেশে দেন।

আরও পড়ুন- Shahjahan Sheikh: শাহজাহান নিয়ে চাঞ্চল্যকর দাবি ইডি-র, তল্লাশির আগে সন্দেশখালির ‘ভাই’য়ের সঙ্গে কথা কেন্দ্রীয় গোয়েন্দাদের!

এদিকে, ইডি বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে পৃথক একটি মামলা দায়ের করেছে। দ্রুত শুনানির আর্জি জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির আবেদন, তাদের অফিসারদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তা খারিজ করা হোক। এদিনই এই মামলার শুনানি হবে বলে হাইকোর্ট সূত্রে খবর।

আরও পড়ুন- Abhishek Banerjee: মমতার সামনে ‘গুম মেরে’ তৃণমূলের সেনাপতি, নিজের অবস্থানে অনড় অভিষেক?

অন্যদিকে, সন্দেশখালির ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সন্দেশখালি ও বনগাঁর ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপি আইনজীবীদের একটি অংশ। সেই মামলাই বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে খারিজ করে দেয়। শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে, মামলা নিয়ে কোনও গবেষণা করা হয়নি বলে পর্যবেক্ষণ আদালতের।

সন্দেশখালি কাণ্ডে ইডি অফিসারদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত এমনই মৌখিক নির্দেশ দিলেন। পাশাপাশি, ইডি অফিসারদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে এদিনই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। আজই এই মামলার শুনানি হবে।

Sandeshkhali sheikh shahjahan tmc sandeshkali ed Enforcement Directorate
Advertisment