Advertisment

হাইকোর্টে বড় স্বস্তি অভিষেকের, সোমবার পর্যন্ত কোনও পদক্ষেপ করবে না ইডি

বুধবার হাইকোর্টে এমনটাই জানালেন ইডির আইনজীবী।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী সোমবার পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না বলে হাইকোর্টে জানিয়ে দিল ইডি। বুধবার হাইকোর্টে এমনটাই জানালেন ইডির আইনজীবী।

Advertisment

মঙ্গলবারই অভিষেকের মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ফেরত পাঠিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বুধবার সকালে মামলাটি বিচারপতি ঘোষের এজলাসে ওঠার পর সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান ইডির আইনজীবী।

কিন্তু বিচারপতি ঘোষ জানান, সোমবারের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মামলার শুনানি সম্ভব নয়। অন্যান্য মামলার চাপ থাকার কারণেই অভিষেকের মামলার শুনানি সোমবারের আগে সম্ভব নয় বলেও জানান বিচারপতি ঘোষ। এর পরেই ইডির আইনজীবী জানান, সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও!

আরও পড়ুন রক্ষাকবচ উঠতেই মহাবিপাকে শুভেন্দু, ব্যালট বাক্স পুকুরে ফেলায় কড়া পদক্ষেপ পুলিশের

এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অভিষেকের মামলার শুনানিতে আপত্তি করেছিল ইডি। সোমবার ওই মামলাটি ছেড়ে দিয়ে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন বিচারপতি ঘোষ। এর পর মঙ্গলবার আবার তাঁর বেঞ্চেই মামলা পাঠান হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম।

বুধবার সকালে মামলাটি বিচারপতি ঘোষের এজলাসে ওঠার পর সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান ইডির আইনজীবী।

abhishek banerjee West Bengal ED Calcutta High Court
Advertisment