এসএসসি দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ বর্ণিত 'রহস্যময়ী' হৈমন্তী গঙ্গোপাধ্যায় কোথায়? শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর যোগ কতটা? গত একসপ্তাহ ধরে এনিয়ে নানা চর্চা চলছে। শেষ পর্যন্ত আড়াল ভাঙলেন এই মামলায় নাম উঠে আসা গোপাল দলপতির স্ত্রী। তাঁর সাফ দাবি, 'আমার সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। সবটাই ষড়যন্ত্র।'
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আদালত থেকে বেরোনোর পথে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা জানিয়েছিলেন, সব টাকা আছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে। কে এই হৈমন্তী? কুন্তল জানান, গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্ত্রী গঙ্গোপাধ্যায়। গোপাল দলপতির নথিতে নমিনি হিসেবে হৈমন্তীর নাম উল্লেখ রয়েছে। তবে, হৈমন্তীর কাছে নিয়োগ দুর্নীতির টাকা আছে কিনা তা সেদিন খোলসা করেননি কুন্তল।
দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ হলেও অবশ্য এরপর প্রকাশ্যে আসেননি হৈমন্তী। বরং নিখোঁজই ছিলেন তিনি। উল্টে দিল্লিতে দাঁড়িয়ে তাঁকে ক্লিনচিট দিয়েছিলেন তাঁর স্বামী গোপাল দলপতি ওরফে আরমান। বলেছিলেন, 'ও একটু অসুস্থ আছে। খুব তাড়াতাড়ি মিডিয়ার সামনে আসবে। চিন্তার কোনও কারণ নেই। সমস্ত অপপ্রচারের জবাব দেবে। দুর্নীতির সঙ্গে ওর কোনও যোগ নেই।'
শুক্রবার আড়াল ভাঙলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। ফোনে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। আত্মপক্ষ সমর্থনে হৈমন্তী বলেছেন, 'আমি বাইরে ছিলাম। আমার নার্ভের সমস্যা রয়েছে। গোটা ঘটনায় আমি হতবাক। শারীরিক অসুস্থার কারণে আমি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়াতে পারিনি। আমার সঙ্গে এই দুর্নীতির কোনও সম্পর্ক নেই। তদন্তকারী সংস্থা সবটাই খতিয়ে দেখুক।'
তাহলে কেন এসএসসি দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ বারবার তাঁর নাম বলছেন? হৈমন্তীর দাবি, 'আমি কুন্তল নামের লোকটাকে কোনওদিন দেখিনি, চিনি না। সংবাদ মাধ্যমেই দেখেছি। এবার কেন আমার নাম নিচ্ছেন সেটা যিনি নিচ্ছেন তিনিই বলতে পারবেন। আমি ষড়যন্ত্রের শিকার।'
কুন্তল ঘোষ হৈমন্তীকে 'রহস্যময়ী' বলে দেগে দিয়েছেন। কেন? হৈমন্তীর জবাব, 'সেটা কুন্লত ঘোষই ভাল বলতে পারবেন।' গোপাল তাঁর স্ত্রী হৈমন্তীকে বাঁচানোর চেষ্টায় তাঁকে নি্দোষ বলে দাবি করেছেন বলে অভিযোগ ধৃত তৃণমূল যুব নেতার। এপ্রসঙ্গে হৈমন্তী বলেন, 'আমি বিনোদন জগতের লোক। এসব নিয়ে ওনার (গোপাল দলপতি) সঙ্গে কোনও কথা হয়নি। আমার সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। উনি ঠিক বলেছেন। তাহলে বাঁচানোর প্রশ্ন আসে কীভাবে? তদন্তকারীরা সব খতিয়ে দেখুক। আমার সঙ্গে গোপাল দলপতির কোনও জয়েন্ট অ্যাকাউন্ট নেই। এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ। সবাই সব জানতে পারে। সেটাই দেখা হোক।'
হৈমন্তীর গঙ্গোপাধ্যায়ের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর সঙ্গে এখনও সিবিআই, ইডি যোগাযোগ করেনি।
এদিন ফোনে সাক্ষাৎকার দিয়েছেন হৈমন্তী। কবে প্রকাশ্যে আসবেন? তা অবশ্য এদিন খোলসা করেননি এসএসসি দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ বর্ণিত 'রহস্যময়ী' হৈমন্তী গঙ্গোপাধ্যায়।