Advertisment

গত ২৪ ঘণ্টায় করোনায় শূন্য মৃত্যু কলকাতায়! রাজ্যে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ

Bengal Covid Update: লোকাল ট্রেন কবে থেকে চলবে? বুধবার নবান্নে ফের সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 8,895 new cases 5 December 2021

ওমিক্রন আতঙ্ক চরমে উঠেছে দেশে। এই আবহে দেশের দৈনিক সংক্রমণ মোটের উপর একই জায়গায় দাঁড়িয়ে।

Bengal Covid Update: রাজ্যে করোনায় সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। অগাস্ট পর্যন্ত রাজ্যে কার্যকর কোভিড বিধিনিষেধ। সংক্রমণ প্রতিরোধে বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন। তারপরেও উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ উদ্বেগে রাখছে স্বাস্থ্য দফতরকে। গত ২৪ পরগনায় রাজ্যে মোট সংক্রমিত ৬৪৬ জন। যাদের মধ্যে ৮৮ জন উত্তর ২৪ পরগনার। এরপরেই দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতা। শহরে গত ২৪ পরগনায় আক্রান্ত ৮৬ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। খুশির খবর, কলকাতায় মঙ্গলবার করোনায় মৃত্যু শূন্য।  

Advertisment

তবে দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও, ঊর্ধ্বমুখী সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৮%। একদিনে সংক্রমণের হার ১.৪৭%। রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫, ১২,২১৮। পাশাপাশি রাজ্যে মোট আক্রান্ত ১৫, ৪০,২৫৮। এদিকে, লোকাল ট্রেন কবে থেকে চলবে? বুধবার নবান্নে ফের সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে তিনি বলেছিলেন, ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন। গ্রামের দিকে ৫০% টিকাকরণ হলেই চালু হবে ট্রেন।

এদিন তিনি বলেন, ‘এতদিন শহরাঞ্চল ও ঘনজনবসতিপূর্ণ এলাকায় টিকাকরণ হয়েছে। এবার গ্রামের দিকে নজর দেওয়া হচ্ছে। সেই এলাকায় ৫০% টিকাকরণ হলেই আমরা ট্রেন চালানোর অনুমতি দেব।‘ লোকাল ট্রেন বন্ধ থাকায় অসুবিধার মধ্যে নিত্যযাত্রীরা। দিন কয়েক এই অসুবিধার কথা স্বীকার করে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা রয়েছে বলে বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন। আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Corona Death Local Train Daily Cases
Advertisment