রাজ্য সরকারি কর্মীদের কোনও ডিএ বকেয়া নেই। কলকাতা হাইকোর্টে হলফনামায় জানিয়ে দিল মমতা সরকার। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছিল ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যকে নোটিস জারি করা হয়। সেই নোটিসের প্রেক্ষিতেইএ দিন আদালতে হলফনামা পেশ করে রাজ্য সরকার।
হলফনামায় রাজ্যের তরফে জানানো হয়েছে যে, 'রাজ্যের পক্ষে কোনও মহার্ঘভাতা বকেয়া নেই। আদালতে রায়ের পুনর্বিবেচনা আর্জির মামলা এখন বিচারাধীন। কোর্টের নির্দেশের পরে রাজ্য কর্মীদের ডিএ দিতে উদাসীন, এটা যুক্তিসঙ্গত নয়।’
মামলাকারীদের প্রশ্ন, কেন্দ্র ৩৪ শতাংশ হারে ডিএ দেয়। সেখানে রাজ্য দিচ্ছে ৩ শতাংশ হারে। ব্যবধান ৩১ শতাংশের। আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা না দিয়ে, কেন পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? কেন ছাড় দেওয়া হল পুজো কমিটির বিদ্যুৎ বিলে? যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিশুদ্ধ জল, বিদ্যুৎ, ওষুধ পাচ্ছেন না, সেখানে কেন এই অনুদান? যেখানে অনেকের স্কুলে যাওয়ার সঙ্গতি নেই, সেখানে কী করে রাজ্য সরকার পুজোয় অনুদান দিচ্ছে? এই অনুদান কোন বৃহত্তর জনস্বার্থে লাগবে? রাজ্যের এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আদালত প্রয়োজনীয় নির্দেশ দিক বলে মামলাকারীরা আবেদন জানিয়েছেন