Advertisment

TMC VS BJP: ডাহা 'মিথ্যাবাদী' মমতা-অভিষেক! প্রমাণ দেখিয়ে চাঁচাছোলা তোপ শুভেন্দুর

Lok Sabha Polls 2024: 'আপনি কিছু লোককে সব সময় বোকা বানাতে পারেন, এবং সব মানুষকে কিছু সময় বোকা বানাতে পারেন, কিন্তু আপনি সব সময় সব মানুষকে বোকা বানাতে পারবেন না।'

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari on Sandeshkhali viral video , শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জী সন্দেশখালি ভাইরাল ভিডিও বিজেপি গঙ্গাধর কয়াল

Lok Sabha Election 2024: কী বললেন বিরোধী দলনেতা?

Suvendu Adhikari VS Mamata Banerjee On Jalpaiguri Storm Relief: আর রাখঢাক নয়, এবার সরাসরি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'মিথ্যাবাদী' বলে দাবি করলেন বিরোধী দলনেতা!

Advertisment

কয়েক সপ্তাহ আগেই টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি। ভোট আবহে সেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানাতে টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে না নির্বাচন কমিশন। ফলে রাজ্যও ক্ষতিপূরণ দিতে পারছে না বলে উত্তরের প্রচারে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। সেই দাবিকেই নস্যাৎ করেছেন শুভেন্দু অধিকারী।

পাল্টা 'প্রমাণ' দেখিয়ে তাঁর দাবি, কমিশন গত ৯ এপ্রিল ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানানোর টাকা মঞ্জুরে অনুমোদন দিয়েছে। তা সত্ত্বেও বাংলার মানুষকে মিথ্যে কথা বলে বোকা বানিয়ে চলেছে তৃণমূল সরকার।

গত ১০ এপ্রিল রাজভবনের বাইরে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি বানাতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তা দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, আংশিক ক্ষতি হলে ৫ হাজার টাকা, বেশি ক্ষতি হলে ২০ হাজার টাকা দেওয়া যেতে পারে।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: বিধায়ককেই সাংসদ পদে টিকিট, সম্পত্তির খতিয়ানে অনেককেই টেক্কা দেবেন এই TMC প্রার্থী

অভিষেকের দাবির বিরুদ্ধে সোমবার নিজের এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনের অনুমোদন পত্রের ছবি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সঙ্গে তিনি লেখেন, 'ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার অনুমতি ইতিমধ্যেই দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ৯ এপ্রিল এই বিষয়ে রাজ্যকে চিঠি দেয় তাঁরা। ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকে আদর্শ আচরণ বিধির বাইরে রাখা হয়েছে।'

তৃণমূলকে নিশানা করে শুভেন্দুর বক্তব্য, 'দুর্ভাগ্যবশত, পিসি-ভাইপো কমিশন-কে অপমান করতে ব্যস্ত
এবং কেন্দ্রীয় সরকার, যদিও তহবিল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ছেড়ে দেওয়া যেতে পারে। কিন্তু তারা মনে করলো যে এই ইস্যুতে রাজনীতি করে মানুষকে কষ্ট দেওয়া এবং লাভবান হওয়াই ভালো।'

tmc bjp Mamata Banerjee election commission abhishek banerjee Suvendu Adhikari loksabha election 2024 Jalpaiguri Storm
Advertisment