Advertisment

অর্থনীতির রাহুর দশা কাটাতে অভিজিতের দিকে তাকিয়ে দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ এদিন জোর দিয়ে বলেন, নোবেল ঘোষণার পরে পরেই অভিজিৎকে অভিনন্দন জানিয়েছেন, তিনি তাঁদের অন্যতম।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ।ফাইল ছবি।

আর্থিক সংকট দূর করতে নোবেল বিজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কয়েকদিন আগে অভিজিৎকে অর্ধেক বাঙালি বলে অভিহিত করেছিলেন তিনি। এর পর গেরুয়া বাহিনীর বেশ কিছু নেতা অভিজিৎ ও তাঁর নোবেল জেতা নিয়ে সমালোচনামূলক মন্তব্যও করেছেন। এদিন দিলীপ ঘোষ বলেন, খ্যাতনামা অর্থনীতিবিদ সম্পর্কে মানুষের ভিন্ন ধারণা থাকতেই পারে। দিলীপ ঘোষ বলেন, "তিনি বিশাল মাপের ব্যক্তিত্ব এবং বিরাট পুরস্কার পেয়েছেন, অনেকেই নানা রকম বক্তব্য রাখছেন, সবাই নিজের নিজের মত রাখতেই পারেন।"

Advertisment

আরও পড়ুন, দরিদ্র অর্থনীতি- নোবেল লরিয়েটদের বই ও দারিদ্র্য দূরীকরণের নয়া দিগন্ত

পুনেতে এক সাংবাদিক সম্মেলনে সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে "বামপন্থী ব্যক্তি" বলে অভিহিত করেছেন।

শুক্রবার পীযুষ গোয়েল বলেন, ন্যূনতম রোজগার প্রকল্প নিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ভারতের ভোটাররা প্রত্যাখ্যান করে দিয়েছেন, এবং তিনি যা বলছেন "তা শোনার কোনও প্রয়োজন" নেই।

প্রায় একই কথা বলেছিলেন বিজেপির জাতীয় সভাপতি রাহুল সিনহা। তিনি দাবি করেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক তত্ত্ব ভারতের মাটিতে প্রমাণিত নয়।

দিলীপ ঘোষ এদিন জোর দিয়ে বলেন, নোবেল ঘোষণার পরে পরেই অভিজিৎকে অভিনন্দন জানিয়েছেন, তিনি তাঁদের অন্যতম। তিনি বলেন, "আমি নিশ্চিত ভারত তথা গোটা পৃথিবী যে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তা অতিক্রম করার ব্যাপারে উনি ভাল প্রস্তাব দেবেন।"

আরও পড়ুন, জোড়া ফুলে কাঁটা ফোটাতে হাতের পাশে পদ্ম

কামারহাটিতে গান্ধী সংকল্প যাত্রায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে যোগ দেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইও। দিলীপ ঘোষ বলেন, সামাজিক বার্তা দেওয়া ছাড়াও, এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে পরিবর্তনের ডাক দিচ্ছেন তাঁরা।

গত ১৬ অক্টোবর রাজ্যে এ যাত্রা শুরু হয়েছিল। ১০ দিনে ৪২টি কেন্দ্র অতিক্রম করার কথা রয়েছে এই যাত্রার।

দিলীপ ঘোষ বলেন, "মানুষ তৃণমূল কংগ্রেসের শাসনে বিরক্ত, তারা বদল চায়। আমাদের কর্মসূচিগুলিতে যে ভাবে সাড়া পাওয়া যাচ্ছে, তা থেকেই এ বিষয়টি স্পষ্ট।"

dilip ghosh Abhijit Banerjee
Advertisment