Advertisment

গায়ে কাঁটা দেওয়ার মতো বীভৎস হামলা! তৃণমূল পঞ্চায়েত সদস্যের চরম পরিণতি

ভোট মিটলেও মিটছে না সন্ত্রাস। পঞ্চায়েতের বোর্ড গঠনেও অশান্তি একাধিক জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
north 24 parganas haroa tmc ledaer murder

তৃণমূল নেতার চরম পরিণতির পিছনে দলের কোন্দল-তত্ত্বই সামনে আসছে।

ফের খুন। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাড়োয়া। রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি। গুলিতে ঝাঁঝরা হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পঞ্চায়েতে তৃণমূলের জয়ী প্রার্থী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই খুনে আবারও সামনে এসেছে শাসকদলের গোষ্ঠীকোন্দল। শনিবারই ছিল ওই এলাকায় পঞ্চায়েতের বোর্ড গঠন। প্রধান ও উপপ্রধান দুই পদেরই দাবিদার ছিলেন ওই তৃণমূল নেতা।

Advertisment

আরও পড়ুন- ‘ইন্ট্রো’র নামে মাত্রাছাড়া ‘মানসিক অত্যাচার’! যাদবপুর-কাণ্ডে ধৃত আরও ২

ভোট মিটলেও মিটছে না সন্ত্রাস। আবারও গুলিতে নিহত তৃণমূল নেতা। হাড়োয়ার সামলার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন শেখ সাহেব। শনিবার ওই এলাকায় পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান দুই পদেরই দাবিদার ছিলেন ওই তৃণমূল নেতা। তবে কোনও পদেই তিনি নির্বাচিত হতে পারেননি। রাতে বাড়ি ফিরছিলেন তিনি। সামলাবাজার এলাকায় তাঁকে ঘিরে ধরে সশস্ত্র কয়েকজন দুষ্কৃতী।

আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে ভাসবে জেলার পর জেলা, মাঝ অগাস্টে বর্ষার তোলপাড় ফেলা আপডেট

তারপরেই ৮-১০ রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে যায়। মৃতদেহ আটকে রেখে দোষীদের গ্রেফতারের দাবিতে চলে তুমুল বিক্ষোভ। ঘঠনাস্থলে থাকা একটি বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে কোনওমতে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন- ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে, দেওয়ালেই ঘাম মোছা’, স্বপ্নদীপের হস্টেলযাপনের দুই ভয়ঙ্কর রাত!

শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই তৃণমূলের এই নেতাকে খুন হতে হয়েছে বলে অভিযোগ। যদিও এব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রবিবার সকাল পর্যন্ত এই খুনের পিছনে জড়িত সন্দেহে কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ।

Murder West Bengal North 24 Pargana tmc
Advertisment