North 24 Parganas: রান্নাঘরে ঢুকে স্ত্রীকে পরপর ধারালো অস্ত্রের কোপ, খুনের কারণে চোখ কপালে উঠবে

North 24 Parganas: স্ত্রী'কে গলায় কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। চাঞ্চল্যকর ঘটনায় বাগদা থানার পুলিশের হাতে গ্রেফতার মূল অভিযুক্ত।

North 24 Parganas: স্ত্রী'কে গলায় কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। চাঞ্চল্যকর ঘটনায় বাগদা থানার পুলিশের হাতে গ্রেফতার মূল অভিযুক্ত।

author-image
Utsab Mondal
New Update
Murder

প্রতীকী ছবি

North 24 Parganas Murder news: স্ত্রী'কে গলায় কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। চাঞ্চল্যকর ঘটনায় বাগদা থানার পুলিশের হাতে  গ্রেফতার মূল অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ায় অন্য পুরুষের ঘনিষ্ঠতার জেরেই এই খুনের ঘটনা বলে জানিয়েছেন গৃহবধূর শাশুড়ি। 

Advertisment

স্বামীর হাতে খুন হলেন উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার কোলা গ্রামের বাসিন্দা অর্পিতা বিশ্বাস। স্থানীয় সূত্রে খবর,  আজ সকালে রান্নাঘরে রান্না করছিলেন তিনি।হঠাৎ করে চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রান্নাঘরে লুটিয়ে পড়ে রয়েছেন অর্পিতা । কুড়ুল হাতে পাশে দাঁড়িয়ে প্রসেনজিৎ। ঘটনাস্থলে মৃত্যু হয় অর্পিতা বিশ্বাসের( ২৮) ।  

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। গ্রেফতার করে প্রসেনজিৎকে। পুলিশ সূত্রে খবর গলায় ধারালো কিছু অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে মহিলাকে। কী কারণে খুন। তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত প্রসেনজিৎ মায়ের দাবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্য পুরুষের সম্পর্ক হয়েছিল তার বৌমার । বৌমা মাঝেমধ্যেই ছেলেকে বলতো সংসার ছেড়ে সেই অন্য পুরুষের সঙ্গে সংসার করবে। এনিয়ে দুজনের মধ্যে  মাঝেমধ্যেই ঝামেলা লেগেই থাকত। আজ সকালে বাড়িতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে এসে দেখি এই ঘটনা ঘটে গিয়েছে। ছেলের হাতে তিনি কুড়ুল দেখেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।  

Murder