ED Raid Sandeshkhali: সন্দেশখালিতে তুলকালাম কাণ্ড। তল্লাশিতে গিয়েও তৃণমূল নেতার বাড়ি ছেড়ে কার্যত পালিয়ে যেতে হল ইডিকে। বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের। ইডির গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেও বিক্ষোভ স্থানীয়দের।
রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকল ইডি। শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি। সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ শাহজাহান। তৃণমূল নেতার বাড়িতে ইডি হানার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল নেতার অনুগামীরা। বাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। ইডির অফিসারদের বিরুদ্ধে স্লোগানিং শুরু করেন তৃণমূল নেতার অনুগামীরা।
বাড়ির বাইরে থাকা ইডির আধিকারিকদের গাড়িও ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কার্যত ঘিরে রেখে বিক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। পরিস্থিতি চরমে উঠে যায়। শ'য়ে শ'য়ে গ্রামবাসী ছুটে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম দেখে তৃণমূল নেতার বাড়ি থেকে কার্যত পালিয়ে যেতে হয় ইডির অধিকারিকদের।
আরও পড়ুন- টাইগার জিন্দা হ্যায়! বক্সায় বাঘের দেখায় নতুন আশা, উচ্ছ্বসিত বন দফতর
এছাড়াও এদিন বনগাঁতেও ইডি ম্যারাথন তল্লাতি গিয়েছে। বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর শ্বশুর বিনয় কুমার ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এছাড়াও এদিন কলাকতায় বিজয়গড়ে একটি ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। সব মিলিয়ে শুক্রবার রাজ্যের বিভিন্ন এলাকায় কার্যত সাঁড়াশি অভিযানে ইডি।