বাড়ির দোরগোড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর

এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক শিবির। অভিযোগ খণ্ডন করেছেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং।

এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক শিবির। অভিযোগ খণ্ডন করেছেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গুলিবিদ্ধ মহিলা তৃণমূল কাউন্সিলর

গুলিবিদ্ধ উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর। নিজের বাড়ির কাছেই উত্তর দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পা দাসকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক শিবির। অভিযোগ খণ্ডন করেছেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং।

Advertisment

শনিবার রাত ৮টা নাগাদ নিজের বাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন তৃণমূল কাউন্সিলর চম্পা দাস। এই সময়ই বাইকে করে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। শব্দ শুনেই স্থানীয় মানুষ ও দলের কর্মীরা ছুটে যায়। ততক্ষণে মাটিতে পড়ে গিয়েছেন চম্পাদেবী। দুষ্কৃতীরাও চম্পট দিয়েছে।

গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রাতে তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজ্যের মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত জ্যোতিপ্রিয় মল্লিক এই হামলার জন্য বিজেপিকেই দায়ী করেছেন। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই আক্রমণ করেছে। যদিও অভিযোগ নস্যাৎ করেছেন নোয়াপাড়ার বিধায়ক তথা বিজেপি নেতা সুনীল সিং। গুলি চলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করে তিনি বলেছেন, 'মহিলা কাউন্সিলারকে লক্ষ্য করে কেন দুষ্কৃতীরা গুলি ছুঁড়ল তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তাহলেই সত্য উদঘাটিত হবে।'

Advertisment

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc West Bengal