scorecardresearch

মমতার হুঙ্কার, ২৪ ঘন্টার মধ্যেই পাহাড়ে ‘ব্যাক-গিয়ার’ বিনয়-এডওয়ার্ডদের

কী ঘোষণা করলেন বনধপন্থীরা?

North Bengal bandh withdrawn for time being announced by binay tamang, মমতার হুঙ্কার, ২৪ ঘন্টার মধ্যেই পাহাড়ে 'ব্যাক-গিয়ার' বিনয়-এডওয়ার্ডদের
বিনয় তামাং, মমতা বন্দ্যোপাধ্যায়, অজয় এডওয়ার্ড

ফের চর্চায় পাহাড়ের রাজনীতি। মঙ্গলবার সকালে পাহাড় বনধের ডাক দিয়েছিলেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ডরা। মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনই বনধের ঘোষণা নিয়ে উত্তরবঙ্গজুড়ে সিদুঁরে মেঘ পরিস্থিতি তৈরি হয়। দুপুরে অবশ্য বনধের বিরুদ্ধে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। আইন ভাঙলে ‘রেয়াত নয়’ বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ২৪ ঘন্টার মধ্যেই পাহাড়ে বনধের ঘোষণা নিয়ে পিছু হঠল বনধপন্থীরা।

বুধবার তৃণমূল ত্যাগী বিনয় তামাং বনধ প্রত্যাহারের ঘোষণা করেছেন। মাধ্যমিক পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে যুক্তদের অসুবিধা দূর করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। বিনয় তামাং বলেছেন, ‘আমরা বন্ধ ডাকিনি। জাতিগত আক্রমণের বিরুদ্ধে আমরা বন্ধের আবেদন জানিয়েছিলাম। কিন্তু পরীক্ষার কথা বিবেচনা করে আমরা বনধ স্থগিত রাখলাম। তবে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চলবে। বিভিন্ন আদিবাসী ওগোর্খা সংগঠন-সহ একাধিক ছোট দলের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আমাদের সঙ্গে আন্দোলনে নামতে চাইছে।’

বিধানসভায় গোর্খাদের ‘বহিরাগত’ ও আদিবাসীদের ‘পরিযায়ী’ বলে দাবি করেছিলেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এর জন্য মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে সরব বিনয় তামাংরা।

গত সোমবার বিধানসভায় পাশ হয়েছে ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’। যার বিরোধীতায় ও গোর্খাল্যান্ডের দাবিতে মঙ্গলবার ভানু ভবনের সামনে ২৪ ঘণ্টার জন্য অনশনে বসেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার পাহাড় বনধের ডাকদেওয়া হয়। যদিও বিনয় তামাংদের দাবি, পাহাড়ে বনধ নয়, মানুষের কাছে তারা বাড়ি থেকে না বেরোনোর আবেদন জানিয়েছিলেবিধানসভায় সদ্য পাশ হওয়া বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরোধিতা করে এবং গোর্খাল্যান্ডের দাবি তুলে মঙ্গলবার ২৪ ঘণ্টার জন্য অনশনে বসেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। এর পাশাপাশি, আগামী ২৩ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার বন্‌ধের ডাকও দেন তাঁরা। এদিকে ওইদিনই মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় চিন্তা বাড়তে থাকে। যদিও বিনয়দের দাবি, তাঁরা পাহাড়ের মানুষের কাছে বাড়ি থেকে না-বেরোনোর আবেদন জানিয়েছিলেন।

এরপরই শিলিগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেন, ‘পাহাড়ে কোনও বনধ-টনধ হবে না। বন্‌ধ করলে আমরা সমর্থন করব না। পাহাড়ে কেউ কেউ মাঝেমধ্যে বনধ ডাকেন। তবে উন্নয়নের জন্য নয়। কী করে পাহাড়ে অশান্তি করা যায়, সে জন্য। ২৩ তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আমি পরিষ্কার নির্দেশ দিচ্ছি, কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায়, সে আন্দোলন করতেই পারেন, তবে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না।’ এর ২৪ ঘন্টার মধ্যেই বনধ প্রত্যাহার করলেন বিনয়, এডওয়ার্ডরা।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: North bengal bandh withdrawn for time being announced by binay tamang