Advertisment

কবিগুরুকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ রাজ্যপালের, কী হচ্ছে রাজভবনে?

বিশ্বভারতীতে ফলক বিতর্কের জের?

author-image
IE Bangla Web Desk
New Update
north gate of the rajbhavan is named gurudev rabindranath tagore gate as a tribute to rabindranath tagore , রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে রাজভবনের উত্তর গেলের নামকর হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট

রাজভবন ও রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদনে এবার উদ্যোগী খোদ রাজ্যপাল। কবিগুরুকে সম্মান জানাতে বদলে ফেলা হচ্ছে কলকাতার রাজভবনের উত্তরপ্রান্তের ফটকের নাম। জানা গিয়েছে, সিভি আনন্দ বোসের উদ্যোগে রাজভবনের উত্তর গেটের নতুন নাম হচ্ছে 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট'।

Advertisment

বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নিয়েই বাংলার সমৃদ্ধ সংস্কৃতির নিয়ে মুখ খুলেছিলেন সিভি আনন্দ বোস। বাংলা অক্ষরজ্ঞানের জন্য তাঁর হাতেখড়িও হয় রাজভবনে। নানা বিষয়ে মাঝে মধ্যেই রাজ্যপালকে বাংলায় বক্তৃতা দিতে শোনা যায়।

ইউনেসকোর গ্লোবাল হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বভারতী। তারপরই বিশ্ববিদ্যালয়ের ফটকে বসানো হয়েছিল ফলক। যা নিয়ে ফলক বিতর্ক দানা বাঁধে। কেন ওই ফলকে প্রধানমন্ত্রী ও উপাচার্যের নাম খাতলেও নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, তা নিয়ে প্রশ্ন ওঠে। গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ফলক বদলে ফেলার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক। এসবের মধ্যেই কবিগুরুকে শ্রদ্ধা জানাতে রাজ্যপাল বিশেষ উদ্যোগের খবর প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন- গা শিউরে ওঠার মতো ছবি খাস বাংলায়! খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে রোগিনী, মর্মান্তিক মৃত্যু!

পদাধিকার বলে রাজ্যপাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেক্টর। কেন্দ্রের নির্দেশের জেরে নতুন ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বিদ্যালয় কর্তৃপক্ষ কী পরিকল্পনা করেছেন,তা জানতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভাবনের তরফে জারি করা এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

Rabindranath Tagore cv ananda bose
Advertisment