Advertisment

হস্টেলে নয়, শেষমেষ যাদবপুরের কোথায় বসছে সিসি ক্যামেরা? ঘোষণা রেজিস্ট্রারের

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় বৃহস্পতিবার বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jadavpur University ABVP SFI chaos Ayodhya Ram Mandir Inauguration, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবিভিপি-এসএফআই গন্ডগোল রাম মন্দির উদ্বোধন

যাদবপুর বিশ্ববিদ্যালয়।

কেন যাদবপুরের মেন হস্টেলে সিসি ক্যামেরা নেই? ছাত্র মৃত্যুর পর এই প্রশ্নই বারেবারে উঠেছে। ঘটনার পর এক সপ্তাহের বেশে অতিক্রান্ত। শেষমেষ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় বৃহস্পতিবার বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। তবে হস্টেলে সিসি ক্যামেরা বসানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। আপাতত শুধু বিশ্ববিদ্যালয়ের গেটেই সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টিতে এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দাবি তাঁর।

Advertisment

যাদবপুর কর্তৃপক্ষের এদিনের সিদ্ধান্ত অনুসারে, রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয় চত্বরে যেসব দু-চাকা বা চার-চাকা প্রবেশ করবে সেগুলোতে কর্তৃপক্ষের দেওয়া স্টিকার থাকতেই হবে। চালকদেরও কাছে থাকতে হবে নির্দিষ্ট পরিচয়পত্র। স্পষ্ট জানানো হয়েছে যে, ক্যাম্পাসে মাদক নেওয়ার সময় ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হবে। তবে, ক্যাম্পাসে প্রবেশে কেন ২৪ ঘন্টা ক্যামেরায় নজরদারি থাকবে না তার কোনও উত্তর দিতে পারেননি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

কেন হস্টেলে সিসি ক্যামেরা থাকবে না? প্রশ্নের জবাবে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, 'হস্টেলে রেজিস্টার খাতা বা লগ বুক থাকছে। হস্টেলের গেটে সিসি ক্যামেরা বসানো হবে। রুত্বপূর্ণ জায়গাগুলিকে চিহ্নিত করে বসানো হবে সিসিটিভি। এ ব্যাপারে সিসিটিভি-র সংস্থার সঙ্গে কথাও বলা হচ্ছে।  সিসি ক্যামেরা নিয়ে সব সিদ্ধান্ত নেবে এক্সিকিউটিভ কাউন্সিল।'

এদিকে যাদবপুরের প্রথমবর্ষের ছাত্র-মৃত্যুর তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আগামী ২ সপ্তাহের মঝ্যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে। চার সদস্যের ওই কমিটিতে রয়েছেন রাজ্য সরকারের একজন প্রশাসনিক আধিকারিক ও উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যানও। আজ, বৃহস্পতিবার থেকেই এই কমিটিকে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

একনজরে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত খবর-

আরও পড়ুন- ‘র‍্যাগিং-নেশার আসর সব জেনেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি’, বিস্ফোরক হস্টেলের সুপার

আরও পড়ুন- লালবাজারে যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস রজত রায়, ছাত্র-মৃত্যু নিয়ে জিজ্ঞাসাবাদ

আরও পড়ুন- যাদবপুরের জবাবে মোটেও সন্তুষ্ট নয় ইউজিসি! ফের ১২ দফা প্রশ্নের উত্তর তলব

আরও পড়ুন- যাদবপুরে ধুন্ধুমার, মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেড ভাঙল SFI

আরও পড়ুন- যাদবপুর-কাণ্ডে এবার ভীষণ কড়া রাজ্য, র‍্যাগিং বন্ধের লক্ষ্যে বেনজির উদ্যোগ!

kolkata police Jadavpur University
Advertisment