Advertisment

'বেশি লোক পাঠাবেন না', বাবুঘাটে গঙ্গাসাগরগামী জমায়েত থেকে সাবধানবাণী মমতার

শুধু সাবধানবাণীই নয়, পূণ্যার্থীদের প্রতি বেশ কিছু পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
not to send more people to Gangasagar this time following the order of the High Court mamata banerjee

বাবুঘাটে গঙ্গাসাগরমুখী মানুষদের ভিড়। ছবি শশী ঘোষ

মিলেছে আদালতের অনুমতি। মেলা শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরে। কলকাতার বাবুঘাটেও জমায়েত বেড়েছে। একে একে চলেছেন সাগরদ্বীপের উদ্দেশ্যে। এরমধ্যেই বুধবার বিকেলে গঙ্গাসাগরগামী বাবুঘাটের জমায়েতে যান মুখ্যমন্ত্রী। মঞ্চে বক্তব্য রাখেন তিনি। হাইকোর্টের নির্দেশ মতো কোভিডবিধি মেনে যাতে পূণ্যার্থীরা গঙ্গাসাগরে যান তার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা কমিটির কাছে তাঁর অনুরোধ, 'হাইকোর্টের কড়াকড়ি আছে, বেশি লোক পাঠাবেন না।'

Advertisment

কী কী সাবধানবাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী?

  • 'কলকাতা হাইকোর্ট যেমন নির্দেশ দিয়েছে সেই নিয়ম মেনে চলতে হবে।'
  • 'কোভিডবিধি মেনে চলুন। সবসময় ডবল মাস্ক পড়তে হবে।'
  • 'সকলে স্যানিটাইজার ব্যবহার করুন।'
  • 'যাঁরা গঙ্গাসাগরে যাচ্ছেন তাঁদের RT-PCR টেস্ট বাধ্যতামূলক। না হলে যাওয়া যাবে না।'
  • 'কলকাতা হাই কোর্টের কড়াকড়ি আছে। বেশি লোক পাঠাবেন না।'
  • 'এটা হইহুল্লোড় করার সময় নয়। যাঁদের উপসর্গ রয়েছে তাঁরা দয়া করে গঙ্গাসাগরে যাবেন না। বাসে একজন রোগী থাকলে তাঁর থেকে সবার ছড়িয়ে যাবে।'
  • 'বিহার, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের মানুষ গঙ্গাসাগরে যাচ্ছেন। তাই সংক্রমিত হওয়ার আশঙ্কাও বেশি।'
  • 'প্রতি ঘরে ঘরে সকলে করোনা সংক্রমিত হচ্ছেন। প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যকর্মীরা করোনা মোকাবিলায় জীবন দিয়ে কাজ করছেন।'
publive-image
বাবুঘাটে গঙ্গাসাগরের জমায়েতে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। ছবি-শশী ঘোষ

দীর্ঘ চাপানউতোরের পর শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। তবে বেঁধে দেওয়া হয়েছে কড়া কোভিডবিধি। মেলার আয়োজনে হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটিও গঠন করে দেওয়া হয়েছে৷ কোনও শর্ত মানা না হলে অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ততক্ষণাৎ মেলা বাতিলের ক্ষমতা থাকবে এই কমিটির হাতে৷ কিন্তু বিধি কতটা মানা যাবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।

Mamata Banerjee West Bengal Corona Restrictions Gangasagar Mela
Advertisment