এ যেন "ম্যাজিক বক্স।" ছোট্ট বক্সের ভিতরে দেওয়া হচ্ছে সাদা কাগজ। কড়কড়ে নোট ছেপে বের হচ্ছে টাকার নোট। এই দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে টাস্কফোর্স প্রধানের। বন্যপ্রাণী পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে মিলল টাকা ছাপানোর মেশিনের ভিডিও।
গত ২১ শে নভেম্বর নাগরাকাটা থেকে জীবন্ত প্যাঙ্গোলিন সমেত ৫ ভূটানি নাগরিককে গ্রেফতার করে টাস্কফোর্স। এদের মধ্যে ২ জন মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় বনদফতর।
আরও পড়ুন: হারিয়ে যাওয়া চিঠিদের ফেরাতে বিশেষ উদ্যোগ ডাকবিভাগের
হেফাজতে নেওয়া দুই পাচারকারীকে সঙ্গে নিয়ে জয়গাঁ এলাকায় অভিযান চালায় টাস্ক ফোর্স। ওই অভিযানে পাচারকারীদের সহযোগী আরও দুজনকে গ্রেফতার করে টাস্কফোর্স। এরা হলেন হ্যামিলটন গঞ্জের বাসিন্দা দীপক প্রধান এবং জয়গাঁর বাসিন্দা দীপেন মুখিয়া।
টাস্ক ফোর্সের অফিসার সঞ্জয় দত্ত বলেন, "আমরা প্যাঙ্গোলিন পাচারের অভিযোগে হেফাজতে নেওয়া ২ জনকে সঙ্গে নিয়ে গতকাল আলিপুরদুয়ারের জঁয়গা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে দীপক প্রধান ও দীপেন মুখিয়া নামে দুইজনকে গ্রেফতার করে ফোর্স। এরপর রাতে এদের জেরা করে বিভিন্ন তথ্য উঠে আসে।"
তিনি জানান, তাদের মোবাইল থেকে টাকা ছাপানোর মেশিনের লাইভ ভিডিও পাওয়া যায়। এছাড়া গন্ডারের শিং ও প্যাঙ্গোলিন দর-দামের ভিডিও পাওয়া যায়। এরা আন্তর্জাতিক পাচারকারী। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।