Advertisment

এবার নতুন পাঙ্গা, দুর্গা সম্মানে টক্করে নবান্ন বনাম রাজভবন

গোটা দেশ থেকে আবেদন জানানো যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata_Durga

সংঘাত বাড়বে?

এতদিন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে নানা বিষয়ে টক্করে জড়িয়েছে রাজভবন এবং নবান্ন। সেই টক্কর এবার দুর্গাপুজোকে ঘিরেও। আর, সেই আবহ তৈরি করলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর ঘটা করে দুর্গাপুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে থাকেন। এবছরও তার অন্যথা হওয়ার কথা নয়। তার আগেই পুজোর জন্য বিভিন্ন ক্লাবকে প্রতিবছরের মত অর্থ দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ক্লাবকে অর্থ দেওয়াও হচ্ছে। তার মধ্যেই এবার রাজভবন থেকে ঘোষণা করা হল, দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের বিশেষ সম্মান দেওয়া হবে।

Advertisment

আরও পড়ুন- ফুটপাতের পাঁচালি পর্ব-২: ফুটপাথই ঠিকানা, ‘দুগ্গা’ গড়ে বাঁচার লড়াই মঙ্গলের

'দুর্গা ভারত সম্মান'
যেসব ক্ষেত্রে দেওয়া হবে পুরস্কার:-

  • শিল্প (সংগীত, চিত্রকলা, ভাস্কর্য, ফটোগ্রাফি, সিনেমা, থিয়েটার, উপজাতীয় শিল্পকলা, লোকশিল্প, শিল্পের অন্যান্য ধারা)
  • সামাজিক কাজ (সমাজ সেবা, দাতব্য সেবা, সম্প্রদায়ের অগ্রগতিতে অবদান)
  • পাবলিক অ্যাফেয়ার্স (আইন, জনজীবন)
  • বিজ্ঞান ও প্রকৌশল (স্পেস ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার সায়েন্স)
  • তথ্যপ্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন বিজ্ঞান এবং এর সহযোগী বিষয়)
  • বাণিজ্য ও শিল্প (ব্যাংকিং, অর্থনৈতিক কার্যকলাপ, ব্যবস্থাপনা, পর্যটনের প্রচার, ব্যবসা)
  • মেডিসিন (চিকিৎসা গবেষণা, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, সিদ্দা, অ্যালোপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা)
  • সাহিত্য ও শিক্ষা (সাংবাদিকতা, শিক্ষাদান, বই লেখা)
  • সাহিত্য, কবিতা, শিক্ষার প্রচার, সাক্ষরতার প্রচার, শিক্ষা সংস্কার)
  • সিভিল সার্ভিস (সরকারি কর্মচারীদের দ্বারা প্রশাসনে পার্থক্য/উৎকর্ষতা)
  • খেলাধুলা (জনপ্রিয় খেলাধুলা, অ্যাথলেটিক্স, অ্যাডভেঞ্চার, পর্বতারোহণ, খেলাধুলার প্রচার, যোগাসন)
  • অন্যান্য (উপরের তালিকাগুলোতে নেই এমন বিষয় অথবা ভারতীয় সংস্কৃতির প্রচার, মানবাধিকার সুরক্ষা, বন্যজীবন সুরক্ষা/সংরক্ষণ)

পুরস্কারের তালিকা:-
১) দুর্গা ভারত পরম সম্মান (প্রতিটি পুরস্কার ১ লক্ষ টাকা)
২) দুর্গা ভারত সম্মান (প্রতিটি পুরস্কার ৫০ হাজার টাকা)
৩) দুর্গা ভারত পুরস্কার (প্রতিটি পুরস্কার ২৫ হাজার টাকা)

পুরস্কারের জন্য আবেদন:-
পুরস্কারের জন্য মনোনয়নপত্র নাগরিক সমাজ, ব্যক্তি বা প্রতিষ্ঠান ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর আগে ইমেলের মাধ্যমে জমা দিতে পারবেন: DurgaBharatAwards@gmail.com ঠিকানায়।

রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল দুর্গাপুজো উপলক্ষে তুলে দেবেন এই, 'দুর্গা ভারত সম্মান'। বাংলার দুর্গাপুজো বর্তমানে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে। এই পুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে আছে। আর, সেকথা মাথায় রেখেই রাজভবন নতুন এই পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিল। গোটা দেশ থেকে রাজভবনের এই পুরস্কারের জন্য আবেদন জানানো যাবে।

Mamata Banerjee Nabanna Raj Bhawan Durga Puja Durgapuja cv ananda bose
Advertisment