NSG Report on Sandeshkhali: সন্দেশখালিতে শাহজাহানের ডেরায় বিপুল অস্ত্রভাণ্ডারের খোঁজে এসেছিল ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি। শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ব্যাগ। সেই ব্যাগে ছিল অস্ত্রশস্ত্র। সেই সংক্রান্ত রিপোর্ট এবার সিবিআইকে দিল এনএসজি। তাদের রিপোর্টের ভিত্তিতে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি।
গত শুক্রবার সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরক উদ্ধারকারী রোবট নামিয়েছিল এনএসজি। তার পর সেই রহস্যজন বাড়ি থেকে একটি বাজারের ব্যাগ নিয়ে বেরোয় রোবট। তাতে কী ছিল সেই নিয়ে রহস্য বাড়ে। সূত্রের খবর, ওই ব্যাগে দুটি আগ্নেয়াস্ত্র ছিল ববলে সিবিআইকে রিপোর্ট দিয়েছে এনএসজি। এ ছাড়াও কিছু কার্তুজ এবং বিস্ফোরকও পাওয়া গিয়েছিল বলে সিবিআইয়ের দাবি। এই রিপোর্ট হাতে পেয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। পাশাপাশি, রিপোর্ট আদালতেও পেশ করবে সিবিআই।
গত শুক্রবার সন্দেশখালিতে অভিযান চালিয়েছিল সিবিআই। শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল বেশ কিছু অস্ত্র। এর পরেই এনএসজিকে খবর দেওয়া হয়। ‘ক্যালিবার’ যন্ত্র নিয়ে এসে দিনভর সন্দেশখালিতে বোমার খোঁজে তল্লাশি চালায় এনএসজি। বেশ কিছু বোমা নিষ্ক্রিয়ও করা হয়। বন্দুক, পিস্তল, কার্তুজ এবং একাধিক রশিদ পায় সিবিআই। সেই রশিদে শাহজাহানের নাম ছিল। কলকাতার দোকান থেকে সেই কার্তুজ কেনা হয়েছিল বলে জানতে পারে সিবিআই।
আরও পড়ুন সন্দেশখালিতে NSG, সিবিআই তল্লাশিতে উদ্ধার ঘিরে তুলকালাম
পরে আবু তালেবের বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছিল তা প্রে বিজ্ঞপ্তি জারি করে জানায় সিবিআই। সিবিআইয়ের তরফে জানানো হয়, তিনি বিদেশি রিভলভার, একটি দেশি রিভলভার, কোল্ট রিভলভার যা পুলিশ ব্যবহার করে, একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক, ৯মিমি ১২০টি বুলেট, পয়েন্ট ৪৫ ক্যালিবারের ৫০টি কার্তুজ, পয়েন্ট ৩৮০ কার্তুজ ৫০টি, পয়েন্ট ৩২ কার্তুজ ৮টি। সেই রিপোর্ট ইতিমধ্য়েই বসিরহাট আদালতে জমা দিয়েছে সিবিআই। সূত্রের খবর, উদ্ধার হওয়া একটি রিভলভারের লাইসেন্স ছিল শাহজাহানের ভাই আলমগীরের নামে।