Advertisment

Premium: অভূতপূর্ব উদ্যোগ NTPC-র, বন্যপ্রাণ বাঁচাতে সংস্থার যুগান্তকারী কীর্তি চর্চায়!

Malda Adina Deer Park: আদিনা ডিয়ার ফরেস্টের ঝিলেও বোর্ডিং-এর উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান জেলার বিভাগীয় বনাধিকারিক। এরই পাশাপাশি এখানে হরিণের প্রজনন বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে করে পর্যটকদের আকর্ষণও আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
NTPC adopted 93 deer from Maldas Adina Deer Park

NTPC: সাড়াজাগানো উদ্যোগ এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির।

Adina Deer Park: মালদার আদিনা ডিয়ার ফরেস্টের ৯৩ টি হরিণের দত্তক নিল দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র NTPC (ন্যাশনাল থার্মাল পাওয়ার সেন্টার)। ইতিমধ্যে আদিনা ডিয়ার ফরেস্টের হরিণগুলির জন্য বিভিন্ন পরিষেবা দেওয়ার কাজ শুরুও করে দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। NTPC-র কমার্সিয়াল জেনারেল ম্যানেজার সতীশ এস. বছরে প্রায় ১০ লক্ষ টাকার বিনিময়ে আদিনা ডিয়ার ফরেস্টের ৯৩ টি হরিণ দত্তক নেওয়ার কথা জানিয়েছেন।

Advertisment

মালদা বনদফতর সূত্রে জানা গিয়েছে, আদিনা ডিয়ার ফরেস্টে ৯৩টি হরিণ দত্তক নিয়েছে NTPC কর্তৃপক্ষ। প্রতি বছর তারা প্রায় ১০ লক্ষ টাকা করে হরিণের লালন-পালনের জন্য বরাদ্দ করেছে। এছাড়াও আদিনা ডিয়ার ফরেস্টের হরিণগুলির চিকিৎসা পরিষেবা, প্রজনন মাত্রা বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করবে NTPC কর্তৃপক্ষ। বনদফতরের সহযোগিতায় দত্তক নেওয়া ৯৩ টি হরিণের যে কোনও ধরনের মেডিসিন সংক্রান্ত পরিষেবা দেবেন তাপবিদ্যুৎ সংস্থাটির কর্মকর্তারা।

NTPC-র কমার্শিয়াল জেনারেল ম্যানেজার সতীশ এস. জানিয়েছেন, মালদার আদিনা ডিয়ার ফরেস্টের ৯৩টি হরিণ দত্তক নেওয়া হয়েছে। আপাতত এই দত্তকের সময়সীমা এক বছর রাখা হয়েছে। পরবর্তী সময়ে ভাবনা-চিন্তা করে, আদিনা ডিয়ার পোস্টের হরিণের দত্তকের সময়সীমাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন- Mamata Banerjee: জেনারেল ক্যাটাগরি, সংখ্যালঘু পড়ুয়ারা এখবর আগে পড়ুন! ‘স্বপ্নের দরজা’ খুলে দিলেন মুখ্যমন্ত্রী

মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার এস. জানিয়েছেন, এক বছরের জন্য এনটিপিসি থেকে ৯৩ টি হরিণ দত্তক নেওয়া হয়েছিল। বছরের প্রায় ১০ লক্ষ টাকা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেবে। তবে বেশিরভাগ কাজটাই বনদফতর করে থাকে। এছাড়াও চিড়িয়াখানা অথবা সরকারি ফরেস্টে থাকা বাঘ সিংহ দত্তক নেওয়া সম্ভব। তার জন্য প্রতি বছর এক লক্ষ টাকা করে খরচ পড়বে।

আরও পড়ুন- মোদীকে ‘ভগবান’ মানেন! হঠাৎ কী ঘটল? চুল-দাড়ি কেটে ফেললেন পূর্ব বর্ধমানের এই ব্যক্তি

আদিনা ডিয়ার ফরেস্টটির সংস্কার করা হয়েছে। এই ডিয়ার ফরেস্টের ঝিলেও বোর্ডিং-এর উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান বিভাগীয় বনাধিকারিক। এরই পাশাপাশি মালদা আদিনা ডিয়ার ফরেস্টে হরিণের প্রজনন বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে করে পর্যটকদের আকর্ষণ বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

NTPC Maldah Adina Deer Park
Advertisment