প্রয়াত প্রখ্যাত পরমাণু পদার্থবিজ্ঞানী বিকাশ সিনহা। ভারতের পরমাণু ও শক্তি গবেষণা ক্ষেত্রে এযেন এক নক্ষত্র পতন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিজ্ঞানী বিকাশ সিনহা। শুক্রবার সকালে কলকাতায় নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন তিনি। ৭৮ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতীম এই বিজ্ঞানী।
দেশের পরমাণু ও শক্তি গবেষণা ক্ষেত্রে বিজ্ঞানী বিকাশ সিনহার অবদান অনস্বীকার্য। প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেছিলেন কৃতী এই বঙ্গসন্তান। দেশের পরমাণু ও শক্তি গবেষণার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ বলে ধরা হয় তাঁকে। নিজের দীর্ঘ গবেষণায় দেশের বিজ্ঞানক্ষেত্রে অভূতপূর্ব কাজের নিদর্শন রেখে গিয়েছেন তিনি। কোয়ান্টাম ফিজিক্সের গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ ছিলেন তিনি।
আরও পড়ুন- খাস কলকাতায় ফের আগুন, গলগল করে বেরোচ্ছে বিষাক্ত গ্যাস!
বিজ্ঞান ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে ভারতীয় বিজ্ঞান অ্যাকাডেমির ফেলো নির্বাচিত করা হয়েছিল। অসামান্য কৃতিত্বের জন্য একাধিক পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। ২০০১ সালে বিজ্ঞানী বিকাশ সিনহা পদ্মশ্রী সম্মান পেয়েছেন। ২০১০-এ তাঁর ঝুলিতে এসেছে পদ্মভূষণ।
আরও পড়ুন- ফের তুমুল দুর্যোগের আশঙ্কা! প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কোন কোন জেলা?
সাহা ইন্টসিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অধিকর্তার পদেও ছিলেন অধ্যাপক বিকাশ সিনহা। ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের হোমি ভাবা অধ্যাপক পদেও ছিলেন তিনি।