Advertisment

Digha: দিঘার সমুদ্রে বিরাট বিপত্তি! চোখের সামনে সাংঘাতিক কাণ্ড দেখে হতভম্ব পর্যটকরা!

Digha: প্রবল দাবদাহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আগুন ঝরাচ্ছে সূর্য। দাবদাহ থেকে স্বস্তি নিতে অনেকেই সমুদ্র স্নানের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন দিঘায়। এদিকে স্কুলে স্কুলে পড়ে গিয়েছে গরমের ছুটি। পর্যটকদের উপচে পড়া ভিড় রাজ্যের সৈকত শহর দিঘায়।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Nulia saved 4 minors from drowning in Digha sea

Digha: দিঘার সমুদ্র সৈকত।

Digha: বিরাট বিপত্তি দিঘায় (Digha)। চোখের সামনে এই দৃশ্য দেখে কার্যত হতভম্ব হয়ে পড়েছিলেন পর্যটকরাও (Tourists)। রীতিমতো হুলস্থূল কাণ্ড পড়ে গিয়েছিল দিঘার সমুদ্র পাড়ে। বর্তমানে পর্যটকদের উপচে পড়া ভিড় দিঘায়। প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে সমুদ্র স্নানে মত্ত আট থেকে আশি। তারই মধ্যে ভীষণ বিপত্তি ঘটতে যাচ্ছিল সমুদ্র নগরীতে।

Advertisment

দিঘায় প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে। সোমবার স্নানে নেমে দিঘার সমুদ্রে তলিয়ে যাচ্ছিল চার নাবালক। প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিল ওই চারজন। তবে নুলিয়াদের দুরন্ত তৎপরতায় শেষমেশ উদ্ধার করা হয়েছে তাদের। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে পর্যটকদের একটি দল দিঘায় বেড়াতে গিয়েছিল। নিউ দিঘার (New Digha) একটি হোটেলে ওই দলটি উঠেছিল। পর্যটক দলের অন্যান্য সদস্যরা যখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়েই তাঁদের নজর এড়িয়ে সমুদ্র পাড়ে পৌঁছে গিয়েছিল চারজন।

আরও পড়ুন- AC Machine: AC আর ফ্যান দুটোই একসঙ্গে চালাচ্ছেন? এতে সত্যিই কমে বিদ্যুৎ-খরচ? নাকি পুরোটাই ‘ধাপ্পা’!

সোমবার সকালে উত্তাল ছিল দিঘার সমুদ্র। জোয়ারের সময়ে চার নাবালক সমুদ্রে নামতেই তা নজরে আসে নুলিয়াদের। জলের প্রবল স্রোতে সমুদ্রে নামার পরেই ভেসে যাচ্ছিল তারা। তখনই নুলিয়ারা তাদের গিয়ে উদ্ধার করে। চারজনকেই পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সঙ্গে কথা বলে নিউ দিঘার ওই হোটেলে থাকা তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিবারের লোকজনরা তাদের এসে নিয়ে যায়।

আরও পড়ুন- Rainfall Forecast: জ্বালাপোড়া গরমের মুক্তিতে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গে দুরন্ত হাওয়া বদল কবে থেকে?

স্কুলে-স্কুলে গরমের ছুটি (Summer Vacation) পড়ে গিয়েছে। এই সময়ে পর্যটকদের ভিড় বেড়েই চলেছে রাজ্যের সমুদ্রনগরী দিঘায়। দিঘার হোটেলগুলির বুকিং কানায়-কানায় পূর্ণ। তিলধারণের জায়গা নেই সৈকত শহরে। এই পরিস্থিতিতে সমুদ্রে নেমে বিপত্তি এড়াতে সতর্ক রয়েছে প্রশসান। পর্যটকদের সতর্ক করতে দিঘার সমুদ্র পাড়ে চলছে প্রচার।

Tourist Tourists in Digha Digha
Advertisment