শনি-রবির পরে আজ সোমে গান্ধী জয়ন্তী। পরপর দিন তিনেকের এই ছুটিতে দিঘায় পর্যটকদের ভিড় উপচে পড়বে, এমনই ভেবেছিলেন এলাকার ব্যবসায়ীরা। কিন্তু কোথায় কী! ফি বারের চেনা ছবিটা উধাও! ছুটির মরশুমে প্রতিবার ভিড়ে ভিড়াক্কার থাকা দিঘা আজ খাঁ-খাঁ! মনখারাপ হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ছোট ব্যবসায়ীদেরও। কেন পরপর তিন দিনের ছুটি থাকলেও দিঘায় পর্যটকদের ভিড় কম?
কেন দিঘা-বিমুখ পর্যটকরা?
এর একমাত্র কারণ হল সাম্প্রতিক আবহাওয়ার পরিস্থিতি। নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা। গোটা পূর্ব মেদিনীপুর জেলাতেই সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ পূর্ব মেদিনীপুর ছাড়াও লাগোয়া দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারেও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি পিছু ছাড়বে না আগামী বুধবারেও।
ওই দিনেও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতেও। নিম্নচাপের এই বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল। সেই কারণেই পরপর ক'দিন ছুটি থাকলেও দিঘায় পর্যটকদের আনাগোনা বেশ কম।
আরও পড়ুন- পুজোর মুখে প্রবল দুর্যোগ! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?
দিঘায় শনি ও রবিবারের পর আজ সোমবার সকাল থেকেও আকাশের মুখ ভার। দফায়-দফায় বৃষ্টিতে ভিজছে সমুদ্রনগরী। প্রতিকূল আবহাওয়ার জেরে দিঘার সমুদ্রে মৎস্যজীবীদের যেতেও নিষেধ করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের মাঝ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এমনকী সমুদ্রে যাঁরা ইতিমধ্যেই রয়ে গিয়েছেন তাঁদেরও ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বাঙালি শিল্পপতির এযেন বিশ্বজয়! টেক্কা চিনকেও! রাজ্যে তৈরি যানের ঢালাও রফতানি বিদেশে
প্রাকৃতিক দুর্যোগের কারণে রবিবার রাত থেকে ফুঁসছে দিঘার সমুদ্র। উত্তাল ঢেউয়ে উথাল-পাথাল দশা। সোমবার সকাল থেকে দিঘার আকাশ ঘন মেঘে ঢাকা। দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। সোমবার গান্ধী জন্মজয়ন্তীর ছুটিতেও দিঘায় পর্যটকদের ঢল কম। স্থানীয় ব্যবসায়ীরা পুজোর আগে এই ক'দিনের ছুটিকতে ভালো বেচা-কেনার আশায় ছিলেন। তাঁদের সেই আশায় জল ঢালল অসুররূপী বৃষ্টি।