scorecardresearch

‘ভোট চাইতে এলেই বাঁশ দিয়ে ধপাধপ’ নিদান নুসরতের, পাল্টা হুঁশিয়ারি বিজেপি নেতার

তারকা সাংসদের মুখে এহেন নিদান নিয়েই জোর চর্চা।

nusrat jahan basirhat tmc mp bjp amit malviya , 'ভোট চাইতে এলেই বাঁশ দিয়ে ধপাধপ' নিদান নুসরতের, পাল্টা কী হুঁশিয়ারি বিজেপি নেতার?
নুসরত জাহান

নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভায় গিয়ে বিরোধীদের বাঁশ দিয়ে পেটানোর নিদান দিয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তারকা সাংসদের মুখে এহেন নিদান নিয়েই জোর চর্চা। এর মধ্যেই তৃণমূলের বসিহাটের সাংসদকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা। অমিত মালব্যের দাবি, নুসরত জাহানের বক্তব্যই প্রমাণ করে যে, ‘পশ্চিমবঙ্গে হিংসা ও ভীতি প্রদর্শনের এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরস্থায়ী উত্তরাধিকার।’

কী বলেছিলেন নুসরত জাহান?

বসিরহাটে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভায় গিয়ে অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানবলেছিলেন যে, ‘বাংলার মানুষের জন্য ওরা কিচ্ছু করেনি। কিছু দেয় না বাংলার মানুষকে। তাহলে বাংলার মানুষ তোমাকে ভোট দেবে কেন? একটাও ভোট পাবে না। কেন্দ্র কোনও অর্থ দিচ্ছে না। সহযোগিতা করছে না। তাই পঞ্চায়েতে ভোট চাইতে এলে বসিরহাটের মানুষের কাছে বাঁশ দিয়ে ধপাধপ করে। আগেও বসিরহাটের মানুষ কঞ্চির বাঁশ দিয়ে তাড়া করেছি। পঞ্চায়েত ভোটের আগে কেউ আপনাদের মাথা ঘোরানোর চেষ্টা করলে বাঁশ, কঞ্চি যা পাবেন তাই দিয়ে দৌড় করাবেন।’

পাল্টা টুইটে কী লিখলেন অমিত মালব্য?

মঙ্গলবার টুইটারে বিজেপি নেতা অমিত মালব্য সাংসদের মঞ্চে ভাষণের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান, উত্তেজনা বাড়াতে তাঁর মরিয়া প্রচেষ্টায়, তাঁর নির্বাচনী এলাকার লোকেদের বলেছেন বিজেপি এবং কংগ্রেস কর্মীরা যখন পঞ্চায়েত নির্বাচনে ভোট চাইতে আসবে তখন তাঁদের বাঁশের লাঠি এবং ব্যাটন দিয়ে মারতে! পশ্চিমবঙ্গে হিংসা ও ভীতি প্রদর্শনের এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরস্থায়ী উত্তরাধিকার। বালায় নির্বাচন, বিশেষ করে স্থানীয় স্তরের নির্বাচন, চরম লজ্জার।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Nusrat jahan basirhat tmc mp bjp amit malviya