Advertisment

অমিতাভের মন্তব্য ঢাল করে মমতাকে আক্রমণ, মালব্যকে 'মোক্ষম' জবাব নুসরতের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিগ বি-র মন্তব্য ঘিরে বিতর্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
nusrat slams malviya for his tweet against mamata basis of bacchan's speech

বিগ বি-র মন্তব্যে বিতর্কের ঝড়।

এবার তৃণমূলের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের নিশানায় বিজেপি নেতা অমিত মালব্য। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনায় এসে অমিতাভ বচ্চনের কয়েকটি মন্তব্যকে ঢাল করে তৃণমূলনেত্রীকে নিশানা করেছেন মালব্য। বিজেপির আইটি সেলের প্রধানের সেই কটাক্ষ-টুইট রিটুইট করে পাল্টা তাঁকেই বেনজির আক্রমণ করেছেন নুসরত জাহান।

Advertisment

এমনিতে ভীষণ সাবধানী বিগ বি অমিতাভ বচ্চন। তাঁর সমসাময়িক অনেক অভিনেতাই মাঝেমধ্যেই বেফাঁস বকে জোর চর্চায় এসে যান। তবে অমিতাভ বচ্চন অবশ্য তাঁদের মধ্যে পড়েন না। স্ত্রী জয়া বচ্চন রাজনীতির ময়দানে পুরোদমে দৌড়োলেও অমিতাভ নিজে তাঁর স্ত্রীর রাজনৈতিক জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেন না। বৃহস্পতিবার কলকাতায় চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠানে এসেছিলেন অমিতাভ বচ্চন। তিনি ছাড়াও ইনুষ্ঠান মঞ্চ আলো করে ছিলেন তাঁর স্ত্রীয় জয়া বচ্চন, বলিউড বাদশা শাহরুখ খান, বলি অভিনেত্রী রানি মুখার্জী থেকে শুরু করে কুমার শানু, অরিজিৎ সিংরা।

উদ্বোদনী মঞ্চে অমিতাভ বচ্চনের কয়েকটি কথাতেই বিতর্ক ছড়িয়েছে। বিগ বি-র মন্তব্য ঘিরে শুরু শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। বক্তৃতায় অমিতাভ বচ্চন বলেছেন, ''হয়তো আমার সঙ্গে সবাই একমত হবেন যে এখন নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।'' বিগ বি-র বক্তহ্যের এই অংশটি নিয়েই শুরু জোরদার চর্চা। কলকাতায় দাঁড়িয়ে বলিউড শাহেনশার এই মন্তব্য ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। বিজেপি নেতা অমিত মালব্য অমিতাভের এই মন্তব্যকে ঢাল করে রাজ্যের শাসকদলের পাশাপাশি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে সুর চড়িয়েছেন। পাল্টা তৃণমূলও স্বাধীনতায় হস্তক্ষেপ শীর্ষক অমিতাভ-ভাষণকে ঢাল করে পাল্টা বিজেপিকে আক্রমণ করে ময়দান কাঁপাচ্ছে।

আরও পড়ুন- গভীর রাতে তৃণমূল নেতার বাড়িতে মুহুর্মুহূ বোমাবাজি, বিজেপিকেই দুষছে শাসকদল

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটে লিখেছেন, ''অমিতাভ বচ্চনের কথাগুলি এর চেয়ে বেশি যথাযথ হতে পারে না। কারণ এই কথাগুলি তিনি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে বলেছেন। এটা হল অত্যাচারী শাসকের কাছে একটি আয়না ধরার মতো। যাঁর আমলে ভারতে ভোটের পরে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী হিংসার সাক্ষী থেকেছে। তিনি বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।''

আরও পড়ুন- আসানসোল-কাণ্ড: ভীষণ কড়া পুলিশ, গ্রেফতার ৩, সস্ত্রীক বিজেপি নেতার নামে FIR

অমিত মালব্যর এই টুইটি রিটুইট করে পাল্টা বিজেপিকে বিঁধেই সুর চড়িয়েছেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। তিনি টুইটে লিখেছেন, ''একটি অত্যাচারী শাসকের প্রধান লক্ষণগুলির মধ্যে থাকে চলচ্চিত্র নিষিদ্ধ করা, সাংবাদিকদের আটক করা এবং সত্য কথা বলার জন্য সাধারণ মানুষকে শাস্তি দেওয়া। বাক ও মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার মানে ঠিক এটাই। এই সব বিজেপির শাসনেই ঘটেছে। অমিত মালব্য অন্যদেরকে দোষী বলতেই ব্যস্ত রয়েছেন।''

Nusrat Jahan amitabh bachchan TMC MP amit malviya bjp tmc Mamata Banerjee KIFF 2022 kolkata
Advertisment