Advertisment

Puri-Jagannath temple: অভাবনীয় পদক্ষেপ! পুন্যার্থীদের জন্য অকল্পনীয় উদ্যোগ! পুরীর জগন্নাথ মন্দির নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত

Odisha-BJP Govt: ওড়িশায় শেষ দীর্ঘ ২৪ বছরের নবীন পট্টনায়েকের শাসনকাল। ওড়িশায় BJD যুগের অবসান ঘটিয়ে এবার সরকার গড়েছে কেন্দ্রের শাসকদল BJP। ওড়িশার দায়িত্বে আসার পরেই এবার পুরীর জগন্নাথ মন্দির নিয়ে যুগান্তকারী এক পদক্ষেপ করেছে রাজ্যের নতুন সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
odisha bjp government big decision on puri Jagannath temple

Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ দেবের মন্দির।

Jagannath temple: ওড়িশায় শেষ BJD-র রাজত্ব। নবীন পট্টনায়েকের জামানার অবসান ঘটিয়ে বাংলার পড়শি রাজ্যে শুরু হয়ে গিয়েছে মোহন চরণ মাঝির শাসন। ওড়িশায় BJP সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

বুধবারই প্রথম ক্যাবিনেট বৈঠক করেছেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন মাঝি। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। সেই সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার থেকেই জগন্নাথ মন্দিরের চারটি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। এছাড়াও জগন্নাথ মন্দিরের সংস্কারের জন্য ৫০০ কোটি টাকার তহবিল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালের ক্যাবিনেট বৈঠকে।

উল্লেখ্য, করনাকালে ওড়িশার তৎকালীন BJD সরকার পুরীর জগন্নাথ মন্দিরের একটিমাত্র দরজা খোলা রাখার সিদ্ধান্ত নেয়। তবে করোনা কাল শেষ হওয়ার পরেও সেই একই সিদ্ধান্ত জারি রাখা হয়। এতদিন ধরে মন্দিরের মূল প্রবেশদ্বার বাদে বাকি দরজা গুলি বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুন- Eastern Railway: কল্পনাই করতে পারবেন না! ভ্রমণপিপাসুরা এখবরে খুশিতে ডগমগ হবেনই! অকল্পনীয় উদ্যোগ রেলের!

ওড়িশার নতুন সরকারের দাবি, মন্দিরের অন্যান্য দরজাগুলি বন্ধ থাকায় পুন্যার্থীদের প্রবেশের ক্ষেত্রে দারুণ সমস্যা হচ্ছিল। পুণ্যার্থীদের সেই সমস্যার কথা চিন্তা করেই মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোর যাত্রীদের জন্য বাম্পার খবর! ফাটাফাটি পরিষেবা রবিবারেও, জানুন বিশদে

পুরী বাঙালির সেকেন্ড হোম। একটু ফাঁক পেলেই বাঙালির একটা বড় অংশ ভিড় জমান ওড়িশার এই সৈকত নগরীতে। পুরী বেড়ানোর একদিকে আকর্ষণ যেমন বিশাল সমুদ্র, তেমনই পুরী গেলে জগন্নাথ মন্দিরে যান না এমন পর্যটক খুঁজে পাওয়া দুষ্কর। জগন্নাথ দেবের ভক্তদের জন্য এবার তাই যুগান্তকারী এক পদক্ষেপ করল ওড়িশার নতুন BJP সরকার।

আরও পড়ুন- Dev: দুরন্ত দেব! ভোটে জেতার দিন কয়েকের মধ্যেই বিরাট ঘোষণায় তোলপাড় ফেললেন অভিনেতা

এবারে ওড়িশা বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহারে জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার কথা উল্লেখ করেছিল BJP। নির্বাচনী ইস্তেহারে উল্লেখ ছিল, যে বিজেপি সরকার ওড়িশার দায়িত্ব এলে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হবে। এবার সেই ইশতেহারে দেওয়া আশ্বাস বাস্তবায়িত করল ওড়িশার নতুন সরকার।

Puri Jagannath Temple odisha bjp
Advertisment