Advertisment

'ডাল মে কুছ কালা হ্যায়', ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার, তথ্যগোপনের অভিযোগ

"আমার সময়ে রেলের আধুনিকীকরণ শুরু হয়েছিল বলেই এখন দুর্ঘটনা এত কমেছে। অ্যান্টি-কলিশন ডিভাইস কোথায় ছিল, আমিই তো করে দিয়ে এসেছিলাম।"

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata complains that the Center is not giving importance to railways

শনিবার দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলার বহু যাত্রী। তাঁদের মধ্যে ৬২ জনের পরিচয় জানা গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক সম্মেলন করে মমতা জানান, ১৮২ জনের এখনও পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisment

এদিন মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। সামান্য আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য দেবে সরকার। এছাড়াও বেঁচে ফেরা যাত্রীরা এখনও আতঙ্কে রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ১০০ দিনের কাজ রাজ্যে বন্ধ যাওয়ায় তাঁরা ভিনরাজ্যে গিয়েছিলেন। তাঁদের জন্য বাস-ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

মমতা রাজনীতি করেননি বলে দাবি করেছেন। বলেছেন, "আমি কোনও খারাপ কথা বলিনি। আমি কাউকে আক্রমণ করিনি। রেলমন্ত্রী আমার পাশে ছিলেন, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। আমি যেটা সত্যি সেই কথাই বলেছি। অ্যান্টি-কলিশন ডিভাইস কেন করেনি কেন্দ্র, এই জন্যই তো করেছিলাম যাতে দুর্ঘটনা না হয়। এখন রেল বাজেটেও কিছু নেই, রেলভবনও তুলে দেওয়া হয়েছে। রেলটাকে বেচার জন্য রেখে দিয়েছে।"

আরও পড়ুন ট্রেন দুর্ঘটনায় কেন্দ্রকেই দুষছেন মমতা, তেলেবেগুনে জ্বলে মারাত্মক অভিযোগ বঙ্গ বিজেপির!

আতঙ্কিত বেঁচে ফিরে আসা যাত্রীদের হাতে ১০ হাজার টাকা এবং আগামী তিন মাস বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার।

এর পর মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, "আমার সময়ে রেলের আধুনিকীকরণ শুরু হয়েছিল বলেই এখন দুর্ঘটনা এত কমেছে। অ্যান্টি-কলিশন ডিভাইস কোথায় ছিল, আমিই তো করে দিয়ে এসেছিলাম। আর এখন আমার সময়ে কত লোকের মৃত্যু হয়েছে তা নিয়ে রাজনীতি করছে বিজেপি। এই তালিকা কেন্দ্রও দিতে পারে, রেল মন্ত্রকও দিতে পারে বা বিজেপিও সামনে আনতে পারে।"

Mamata Banerjee West Bengal coromandel express accident
Advertisment