এবার ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। বৃহস্পতিবার ভার্চুয়ালি পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে ভ্রমণপ্রিয় বাঙালিদের উৎসাহের অন্ত নেই। বাঙালির বেড়ানোর তালিকায় অন্যতম প্রথম পছন্দ ওড়িশার পুরী। এবার সেই পুরীতেই বন্দে ভারতে চড়ে মধুর সফর উপভোগ করতে মুখিয়ে রাজ্যবাসী। তবে বৃহস্পতিবার ট্রেনটির উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা এদিন থেকেই শুরু হচ্ছে না।
রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পর আগামী ২০ মে থেকে ট্রেনটি পুরোদমে যাত্রী পরিষেবা শুরু করে দেবে। পুরী থেকে ছেড়ে ট্রেনটি খুড়দা, কটক, যাজপুর, ভদ্রক, বালাসোর হয়ে এরাজ্যে ঢুকবে। ট্রেনটি হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে পুরীর উদ্দেশে ছাড়বে।
আরও পড়ুন- ‘ক্রোনোলজি সামঝিয়ে’, মমতার ‘আজব’ জোট বার্তা কংগ্রেসকে! হল কী তৃণমূলের?
পুরী পৌঁছবে দুপুর বেলা ১২টা ৩৫ মিনিটে। ওই একই দিনে পুরী থেকে দুপুর ১টা ৫০ মিনিটে হাওড়ার উদ্দেশে যাত্রা শুরু করবে বন্দে ভারত। হাওড়ায় ট্রেনটি পৌঁছবে রাত ৮টা ৩০ মিনিটে। অর্থাৎ মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই হাওড়া থেকে পুরী পৌঁছনো যাবে।
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে ১৬টি কামরা। সাধারণ এবং এগজিকিউটিভ ক্লাস- এই দু’টি শ্রেণি থাকবে। চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১,২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসে ভাড়া ২,৪২০ টাকা। এই দুই স্তরের ভাড়াতেই খাবারের দাম ধরা আছে। তবে খাবার না নিলে চেয়ার কারে খরচ পড়বে ১,১৬০ টাকা এবং এগজিকিউটিভ ক্লাসে ২,২৮০ টাকা।