বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবের আনন্দ যাতে সমাজের সর্বত্র পৌঁছোয় তারই জন্য অভিনব প্রয়াস পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। পুজোর দিনে জেলার হোমে থাকা আবাসিকদের পাশে এবার জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। জেলার বিভিন্ন হোমে ঘুরলেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশসাক-সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা কথা বলেছেন নানা কারণে পরিবারছুট বয়স্ক-মাঝবয়সীদের সঙ্গে।
মহাষষ্ঠীর সকালে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনবীর আফজল, অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা প্রথমে কোলাঘাটের রাইন বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন। সেখানে প্রবীণ আবাসিকদের হাতে পুজোর উপহার তুলে দিয়েছেন তাঁরা। এরই পাশাপাশি এদিন বেশ কিছুটা সময়ও তাঁরা কাটিয়েছেন আবাসিকদের সঙ্গে।
শুধুই কোলাঘাটের রাইন বৃদ্ধাশ্রম নয়, এদিন তমলুকের নিমতৌড়ি হোম-সহ জেলার হলদিয়া, কাঁথির একাধিক বৃদ্ধাবাস-হোমে ঘুরে ঘুরে আবাসিকদের হাতে দুর্গাপুজোর উপহার তুলে দিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা।
আরও পড়ুন- বোধনের আগেই বিসর্জন, আগুনে ভস্মীভূত দুর্গা প্রতিমা-মণ্ডপ
এদিন জেলাশাসক তনবীর আফজল বলেন, "নানা কারণে প্রবীণ মা-বাবা কিংবা ভাই-বোনদের হোমে থাকতে হচ্ছে। তাই তাঁরা যাতে পুজোর আনন্দ থেকে বঞ্চিত না হন তারই জন্য আমাদের এই প্রয়াস। হোমে থাকা আবাসিকদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।" অন্যদিকে, প্রশাসনের এহেন উদ্যোগে খুশি হোমের আবাসিকরাও। প্রতিবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় পুজোর দিনগুলিতে কলকাতার বিভিন্ন হোমে গিয়ে আবাসিকদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে। এবার সেই ছবি জেলার হোমে-হোমেও দেখা যাচ্ছে।