উৎসবের মরশুমে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। সেপ্টেম্বর মাসেই দাম কমেছিল গ্যাসের। তবে দিন কয়েক যেতে না যেতেই ফের একবার দেশের তেল কোম্পানিগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়াল। পুজোর ঠিক মুখে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় এবার রেস্তোরাঁয় খাওয়ার খরচও বাড়তে পারে।
উৎসবের মরশুম শুরু। তারই মধ্যে ছোট ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। সেপ্টেম্বর মাসেই ১৫৭ টাকা দাম কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের। তবে দিন কয়েক যেতে না যেতেই ফের এক দফায় দাম বাড়ল রান্নার গ্যাসের। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে আগের চেয়ে আরও সর্বোচ্চ ২০৯ টাকা বেশি খরচ করতে হবে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি ১৫৭ টাকা দাম কমে যাওয়ায় স্বস্তিতে ছিলেন ব্যবসায়ীরা। বিশেষ করে উৎসবের মরশুম শুরুর ঠিক আগে আগে ছোট ব্যবসায়ীদের স্বস্তি ছিল। তবে অক্টোবর পড়তেই নতুন করে ফের তাঁদের কপালেই চিন্তার ভাঁজ। কলকাতায় এতদিন ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৬৩৬ টাকা। তবে ১ অক্টোবর থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৩৯.৫০ টাকা।
এর আগে সেপ্টেম্বর মাসে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও এক ধাক্কায় ২০০ চাকা কমিয়েছিল তেল সংস্থাগুলি। উৎসবের মরশুমের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমায় স্বস্তিতে গৃহস্থ। এছাড়াও ওই মাসেই কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও। তবে অক্টোবর পড়তেই ফের একবার বেড়ে গেল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। স্বাভাবিকভাবেই পুজোর মরশুমে এবার রেস্তেরাঁয় খাওয়ার খরচও আরও বেড়ে যেতে পারে।