Advertisment

LPG Price Cut: ভোটের মুখে বাম্পার স্ট্রোক মোদী সরকারের! এক ধাক্কায় গ্যাসের দাম কত কমল জানেন?

LPG cylinder prices cut: সামনেই লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল শুরু হতে চলেছে প্রথম দফার নির্বাচন। তার আগে ফের কমানো হল রান্নার গ্যাসের দাম। এর আগে গত মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবসের সকালে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। এবার ফের একবার গ্যাসের দাম কমানোর পথে হাঁটল দেশের তেল সংস্থাগুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Oil companies reduce price of 19 kg commercial and 5 kg FTL cylinders

LPG Price Cut: ফের কমল গ্যাসের দাম।

LPG Price Cut: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে ফের একবার কমল রান্নার গ্যাসের দাম। কিছুদিন আগেই আন্তর্জাতিক নারী দিবসের (International Womens Day) সকালে এক ধাক্কায় ১০০ টাকা রান্নার গ্যাসের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার ফের কমল গ্যাসের দাম। তবে এবার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে মোদী সরকার। দেশের তেল কোম্পানিগুলি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার এবং ৫ কেজি এফটিএল সিলিন্ডারের দাম কমিয়েছে।

Advertisment

সংবাদসংস্থা ANI-এর খবর অনুযায়ী, আজ ১ এপ্রিল থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার (Commercial LPG Cylinder Price) প্রতি ৩০.৫০ টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে ৫ কেজির এফটিএল গ্যাসেও সিলিন্ডার (FTL Cyliders) প্রতি সাড়ে ৭ টাকা দাম কমানো হয়েছে। সোমবার দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৭৬৪.৫০ টাকা।

আরও পড়ুন- Exclusive: আশ্বাসে আর মন গলে না! হাজারো উপেক্ষা সয়ে এযেন ‘মুক্তিযুদ্ধ’ জারি বাংলার এই প্রান্তে!

এর আগে গত জানুয়ারি মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। তবে ঠিক তার পরের দু'মাসে পরপর দু'বার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হয়। তবে এবার নতুন অর্থবর্ষের শুরু থেকেই ফের এক দফায় দাম কমানো হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।

আরও পড়ুন- Dev: কেন রাজনীতি ছাড়তে চেয়েছিলেন? রাখঢাক না রেখে বলেই ফেললেন দেব

সেই সঙ্গে দাম কমেছে ৫ কেজির এফটিএল সিলিন্ডারেরও। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে। সুতরাং নতুন করে গ্যাসের দাম কমানোর জেরে আপাতত গৃহস্থ বাড়ির তেমন সুরাহা হয়নি। তবে ছোট-বড় হোটেল, রেস্তোরাঁর মালিকরা কিন্তু উপকৃত হবেন।

LPG Cylinder kolkata news Commercial LPG LPG Price
Advertisment