Advertisment

kolkata road accident: সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা, ঝলসে মৃত্যু চালকের, তিলোত্তমায় চরম আতঙ্ক

সাত সকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি তেলের ট্যাঙ্কার। দুর্ঘটনার জেরে ট্যাঙ্কারটিতে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়৷ আগুন ছড়িয়ে পড়ে রাস্তার পাশের একটি বন্ধ দোকানেও। ঘটনায় মৃত্যু হয়েছে চালকের।

author-image
IE Bangla Web Desk
New Update
Fire Breaks Out, Mohammed Ali Park, Fire in Oil Tanker, Muhammad Ali Park Fire, Muhammad Ali Park pandal, Muhammad Ali Park location, Muhammad Ali Park Fire nearest metro station, মহম্মদ আলি পার্ক, কলকাতা, আগুন, Fire, Fire at Muhammad Ali Park, ,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় তেলের ট্যাঙ্কার। পুড়ে ছাই হয়ে গিয়েছে ট্যাঙ্কারটি।

সাত সকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রন হারিয়ে উলটে যায় একটি তেলের ট্যাঙ্কার। দুর্ঘটনার জেরে ট্যাঙ্কারটিতে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় ৷ আগুন ছড়িয়ে পড়ে রাস্তার পাশের একটি বন্ধ দোকানেও।ঘটনার জেরে ঝলসে মৃত্যু হয়েছে চালকের।

Advertisment

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিরাট দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি তেলের ট্যাঙ্কার। মুহূর্তেই আগুন ধরে যায় ট্যাঙ্কারটিতে। খবর পেয়েই ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। হাজির হয় বিরাট পুলিশ বাহিনী। ততক্ষণেই পুড়ে ছাই হয়ে গিয়েছে ট্যাঙ্কারটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্যাঙ্কারটি ধর্মতলার দিকে যাচ্ছিল। পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মেয়ে সেটি উলটে যায়। মুহূর্তেই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। আশেপাশেও আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। গ্যাস কাটার বন্ধ দোকানে শাটার কাটার প্রক্রিয়া চলছে। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় যানবাহন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। কালো ধোয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন।

আরও পড়ুন : < Nawsad Siddique: মুক্তি পেয়েই গর্জে উঠলেন নওশাদ, গ্রেফতারি অবৈধ? কী জানালেন বিধায়ক? >

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ভোরবেলা তীব্র গতিতে আসা ট্যাঙ্কারটি মহম্মদ আলি পার্কের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারায়। প্রথমে রাস্তার পাশে দাঁড়ানো একটি লরিতে ধাক্কা মারে ট্যাঙ্কারটি ৷ এর পর উল্টে যায় সেটি৷ মুহূর্তেই আগুন ধরে যায় তাতে। এরপরই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বন্ধ দোকানে। ঘটনায় মৃত্যু হয় চালকের। এই মুহূর্তে আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা।

kolkata Road Accident
Advertisment