Malda Water Logging: প্রায় সাত দিন ধরে দফায় দফায় বৃষ্টির জেরে একপ্রকার জলবন্দি দশা কাটাচ্ছেন পুরাতন মালদা পুরসভার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ওই এলাকায় স্থানীয়দের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহাকে। টানা বৃষ্টিতে একই পরিস্থিতি ইংরেজবাজার পুরসভার ১১, ১৫, ১৬, ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। জল জমেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও।
পুরাতন মালদা পুরসভার ১৩ ও ১৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ, "দু'বারের সাংসদ হয়েও খগেন মুর্মু তাঁর সাংসদ তহবিলের টাকার এক পয়সাও এলাকার উন্নয়নের জন্য খরচ করেননি। পুরাতন মালদার বিজেপি বিধায়কও শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। কোনও কাজ করেননি। বর্ষার মরশুম আসলেই এইসব ওয়ার্ডে তাঁরা আসছেন, আমাদের দুর্দশা দেখছেন এবং চলে যাচ্ছেন।"
সাংসদ ও বিধায়কের ভূমিকায় ক্ষুব্ধ পুরাতন মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিক্ষোভকারী বাসিন্দা মৃদুল ঘোষ, আরতি মণ্ডলরা বলেন, "দু'বারের বিজেপি সাংসদ হলেন খগেন মুর্মু। এলাকার বিধায়কও বিজেপির। তাঁরা আজ পর্যন্ত আমাদের সমস্যার ব্যাপারে সাহায্যে এগিয়ে আসেননি। বিজেপি সংসদ তাঁর তহবিল থেকে এলাকার সমস্যা সমাধানের জন্য কোনওরকম সাহায্য করেননি। প্রতি বছর বর্ষার মরশুমে কয়েক হাজার মানুষকে জলবন্দি হয়ে থাকতে হচ্ছে।" অবিলম্বে সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন পুরাতন মালদা পুরসভার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
আরও পড়ুন- Premium: কলকাতা শহরে হাতে টানা রিকশার এখন একমাত্র ‘বিশ্বকর্মা’ শিব ঠাকুর
এদিকে, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "সাংসদ তহবিলের বরাদ্দ অর্থ জেলাশাসকের অধীনে থাকে। আমরা শুধু যে কোনও কাজের প্রস্তাব দিতে পারি। যদিও শহরের এই ধরনের সমস্যাগুলি মূলত পুরসভা এবং পঞ্চায়েত দেখে। কিন্তু তাদের ভূমিকা কী, সেটা এদিন মানুষকে বলা হয়েছে। তবে কেউ বিক্ষোভ দেখায়নি। গুটি কয়েক মানুষকে উস্কে দিয়ে পরিকল্পনা মাফিক এই কাজ করা হয়েছে।"
অন্যদিকে, কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালও। জল জমেছে ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি ওয়ার্ডেও। ঘটা করে বর্ষার সময় ড্রেন পরিস্কার করে কী লাভ? এই প্রশ্নই তুলেছেন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনেরা। একই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদেরও।
আরও পড়ুন- Digha Special Train: জমাটি ব্যবস্থা রেলের, দিঘা যেতে ও ফিরতে এবেলা-ওবেলা বিশেষ ট্রেন! জানুন সময়সূচি
শনিবারও দুপুরের পরে কয়েক ঘণ্টার বৃষ্টিতে জল জমে যায় ইংরেজবাজার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড সহ মালদা মেডিক্যাল কলেজে। জলমগ্ন হয়ে পড়ে ইংরেজবাজার পুরসভার ১১, ১৫, ১৬, ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন- East Indian Railway: এখন তো ফেয়ারলি প্লেস, ব্রিটিশ ভারতে রেলের সদর দফতরের ঠিকানা জানলে তাজ্জব হবেন!
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, "টানা বৃষ্টির কারণে কোথাও কোথাও জল জমেছে। আমরা দ্রুত চেষ্টা করছি জল বের করার।" অন্যদিকে, পুরসভার বিজেপির বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী বলেন, "তৃণমূল পরিচালিত এই পুরসভা বর্ষার মরশুমে নাটক করে। যার ফলে এই জলবন্দি হন পুরসভার নাগরিকেরা।"