বিরোধী দলনেতার খেজুরির সভা ঘিরে বিতর্ক দেখা দিয়েছিল। ১৯ অগস্ট সভার কথা থাকলেও অনুমতি দেয়নি পুলিশ। উল্টে ১৮ অগাস্ট থেকে মহকুমাশাসক শুভেন্দু অধিকারীর চিহ্নিত সভাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করে। ফলে ওইদিন আর সভা হয়নি। মামলা হয় হাইকোর্টে। এ দিন ছিল সেই মামলার শুনানি। বৃহস্পতিবার কাঁথির মহাকুমাশাসকের জারি করা ১৪৪ ধারা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ অগস্ট খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিয়েছে আদালত।
শুনানিতে এ দিন রাজ্যকে ভর্ৎসনা করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। টেনে এনেছেন যাদবপুর প্রসঙ্গ। শুনানি চলাকালীন বিজেপির আইনজীবী আদালতে জানান, ১৯ অগস্ট খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভার কথা ছিল৷ কিন্তু, ১৮ অগাস্ট থেকে সেখানে ১৪৪ ধারা জারি করেন মহকুমাশাসক। থানাও শুভেন্দুর সভার অনুমতি দিচ্ছে না। যার জেরে সভার দিন বদল করে ২৬ অগস্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
এসব শুনে বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের আইনজীবীকে বলেন, 'এটা পুলিশ শাসিত রাজ্য নয় বা জরুরি অবস্থাও জারি হয়নি। এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না। বিরোধীদের আটকাতে বাচ্চাদের মত যুদ্ধ করছেন কেন? অশান্তির কথা যদি বলেন, যাদবপুরে কি ১৪৪ ধারা জারি করেছেন? কোনও কারণ না দেখিয়ে সভার আগের দিন ১৪৪ ধারা জারি করলে সন্দেহ হওয়া স্বাভাবিক। যে যে ঘটনার প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা যায়, তার কোনওটাই খেজুরির ক্ষেত্রে ঘটেনি। ভাঙড়েও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। খেজুরি তো ভাঙড় নয়।'