তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী পরশু (২৬ জুলাই, ২০২৩) বিদেশ যাচ্ছেন। রবিবারই বলেছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর দাবিই কী সত্যি? ইডি সূত্রে খবর, কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে অভিষেক বিদেশ যাওয়ার আর্জি জানিয়েছেন। আজই শুনানির সম্ভাবনা।
ইডি-কে বিদেশ সফরের বিশদ জানিয়ে গত ১৫-ই জুলাই একটি চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলফনামায় সে কথা জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, ইডি-কে বিদেশ সফরের কথা জানালেও কোনও জবাব আসেনি। কিন্তু, আগামী ৮ অগাস্ট বিকেল সাড়ে ৪টেয় বিদেশে চোখের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাঁর। চিকিৎসার কারণে প্রায় ২৪ দিন বিদেশে থাকতে চান তিনি। ফলে বিদেশ যাত্রার অনুমতি চান তিনি।
আরও পড়ুন- এক বছরেও মিলল না মুক্তি, প্রচণ্ড ‘ক্ষুব্ধ’ পার্থ, এবার পাশে চাইলেন কাদের?
আরও পড়ুন- মমতা-অভিষেকের বিরুদ্ধে মামলা, স্বস্তির মাঝেই অস্বস্তি বিজেপি’র
২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাত লেগেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখে৷ এরপর থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য গিয়েছিলেন আমেরিকায়। গত বছর অক্টোবর মাসে আমেরিকার এক হাসপাতালে বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছিল অভিষেকের৷ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখে অস্ত্রোপচারের জন্য বিদেশ যাওয়ার সময় আদালতের অনুমতি নিয়ে যেতে হয়েছিল। চিকিৎসার জন্যই ফের একবার আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কয়লা পাচার সংক্রান্ত মামলায় নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলাতেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম জড়িয়েছে। সোমবার যেমন বিদেশ যাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টের অনুমতি চেয়ে হলফনামা জমা দিয়েছেন অভিষেক, তেমনই সোমবার কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টের নজরেও বিদেশ যাওয়ার বিষয়টি উত্থাপন করার কথা অভিষেকের।