৭ জানুয়ারি নেতাই দিবসে নেতাই যেতে মরিয়া শুভেন্দু অধিকারী। অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করে এবার তাই প্রয়োজনীয় অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। আদালত থেকে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশের আর্জি জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগামী ৪ জানুয়ারি শুভেন্দু অধিকারীর আবেদন মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- দাবি আদায়ে অভিনব পন্থা, মুখ্যমন্ত্রী মমতাকে কুরিয়রে কেক পাঠিয়ে কী চাইলেন কংগ্রেস নেতৃত্ব?
২০১১ সালের ৭ জানুয়ারি। তখন বাম আমল। উত্তপ্ত হয়েছিল লালগড়ের নেতাই গ্রাম। অভিযোগ ছিল, সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। সেই গুলিতেই মোট ৯ জন নিহত হয়েছিলেন। এঁদের মধ্যে ৪ জন ছিলেন মহিলা। জখমের সংখ্যা ২৮ জন। ভয়ঙ্কর সেই দিনকে স্মরণ করে তৃণমূল প্রতি বছর ৭ জানুয়ারি নেতাই দিবস পালন করে।
আরও পড়ুন- এবার গেরুয়া নজরে ‘কালীঘাটের কাকু’! কী পদক্ষেপ বিজেপির?
শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন প্রতি বছর ৭ জানুয়ারি লালগড়ের নেতাইয়ে যেতেন। ২০২০ সালে শুভেন্দু বিজেপিতে যোগদান করেন। তারপর আর ওই দিনে নেতাই যেতে পারেননি তিনি। ২০২১ সালে নেতাই যাওয়ার পথে শুভেন্দুকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। ২০২২ সালে ঝিটকার জঙ্গলের কাছে পুলিশি ব্য়ারিকেডে বাধাপ্রাপ্ত হয়ে ফিরতে হয়েছিল বিরোধী দলনেতাকে। সেই অভিজ্ঞতাকে স্মরণ করে আর ঝুঁকি নিচ্ছেন না তিনি। আগেভাগেই তাই হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।