কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কত টাকার কী কী উপহার পেয়েছেন, সেগুলোর দামই বা কত, সব জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় নেতার কটাক্ষ, 'মহুয়া মৈত্রর সবই দামি। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ২ লক্ষ টাকার রোদচশমা পরেন। তাঁর ব্যাগের দামই ১ লক্ষ টাকা। হাতঘড়ির দাম ৩ লক্ষ টাকা। এমনই উপহারের জন্য তিনি দেশের সুরক্ষাকেও পরোয়া করেননি।'
দুর্গাপুরের গোপালমাঠে এক পথসভায় রবিবার মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, 'মহুয়া মৈত্র সংসদে ইংরেজিতে গালাগালি করেছেন। উত্তর না-দিয়ে গালাগাল করে যাচ্ছেন। উনি বলছেন, টাকা নিইনি উপহার নিয়েছি। কিন্তু, লিপস্টিক, স্নো-পাউডার, চকচকে চেহারা। সবটাই আসলে গোরে গোরে মুখরে পে কালা কালা চশমা। সব প্রমাণ এখন বের হচ্ছে। দোষী প্রমাণ হলে তো শাস্তি হবেই।'
এতেই না-থেমে সভায় উপস্থিত বিজেপির কর্মী-সমর্থকদের দিলীপ ঘোষ বলেন, 'আপনারাই ছবি দেখুন। এই চশমার দাম আপনারা জানেন? গগলসের দাম ২ লক্ষ টাকা। ভ্যানিটি ব্যাগটারই দাম তো ১ লক্ষ টাকা। যে ঘড়িটা হাতে, তার দাম ৩ লক্ষ টাকা। দিল্লির যে কোয়ার্টারে থাকেন, তার সংস্কার হয়েছে কয়েক কোটি টাকায়। আর, এসবের বিনিময়ে তিনি দেশের সুরক্ষা বেচে দিয়েছেন। তাঁর পাপের ঘরা ভরে গেছে। এখন সিবিআই তদন্ত হচ্ছে। এরপর মেম্বারশিপ চলে যেতে পারে। বাঙালির নাক-কান কাটাতে এমন জিনিসকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় পাঠিয়েছেন।'
দিলীপ ঘোষের এই সব অভিযোগের কারণ, সিবিআই ইতিমধ্যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন তোলা-সহ বিভিন্ন অভিযোগের তদন্ত করছে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিজেপির নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন, মহুয়া মৈত্র শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে লোকসভায় প্রশ্ন করার জন্য ঘুষ নিয়েছেন। এই অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লাকে অভিযোগপত্র পাঠান দুবে। তার প্রেক্ষিতে লোকসভার স্পিকার, এথিক্স কমিটির হাতে বিষয়টি নিষ্পত্তির ভার তুলে দিয়েছেন। এথিক্স কমিটির সদস্যদের প্রশ্নেই ক্ষুব্ধ মহুয়া অপমানিত হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সরব হয়েছিলেন এথিক্স কমিটির সদস্যদের বিরুদ্ধেই। যাকে এথিক্স কমিটি মনে করেছে যে সঠিক উত্তর পায়নি।
আরও পড়ুন- বিদেশে বিয়ে নিয়ে ‘মন কি বাত’ জানালেন প্রধানমন্ত্রী, কী দাওয়াই দিলেন মোদী?
তবে, এসবকে দিলীপ ঘোষ তাঁর বক্তৃতায় হাতিয়ার করলেও দলগতভাবে তৃণমূল কংগ্রেস এখনও মহুয়া মৈত্রের পাশেই বলে জানিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আগেই তা স্পষ্ট করে দিয়েছেন। দলের সেই পাশে থাকা ফের স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি রবিবার দিলীপ ঘোষকে পালটা কটাক্ষ করে বলেন, 'দিলীপ ঘোষ একজন নারীবিদ্বেষী লোক। বিজেপি দলটাই তো মহিলাদের সম্মান করতে জানে না। তারা ছাড়া কে এমন মন্তব্য করবে?'