Advertisment

Lok Sabha Election 2024: ঘোর বিপাকে মালদা উত্তরের তৃণমূল প্রার্থী, প্রচারের প্রথম দিনেই বড় ধাক্কা প্রাক্তন আইপিএসের

TMC: প্রার্থী অপছন্দ, নাকি বহিরাগত বলেই অচ্ছুত? ভোট ময়দানে নেমে কী বলছেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
On first day of campaigning party leadership was not seen campaigning for TMC candidate Prasun Banerjee from Malda North lok sabha election 2024 , প্রথম দিনের প্রচারে দলীয় নেতৃত্বকে মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জীর প্রচারে দেখা গেল না

Malda North lok sabha election 2024: প্রথম দিনের প্রচারে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

TMC candidate Prasun Banerjee From Malda North: প্রার্থী অপছন্দ? নাকি বহিরাগত বলেই অচ্ছুত? প্রথম দিনের প্রচারে ধাক্কা খেলেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাতসকালে প্রচারে বেড়িয়েছিলেন প্রসূণবাবু, কিন্তু পাশে পাননি জেলা তৃণমূলের কোন নেতাকেই‌। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি থেকে রাজ্যসভার সাংসদ মৌসম বেনজীর নূর এমনকী মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং দলের চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখোপাধ্যায়ও প্রচারে ছিলেন না। প্রথম দিনের প্রচারে ছিলেন না তৃণমূলের কোনও কাউন্সিলরও। ফলে পুরনো মালদায় কার্যত একাকী প্রচার সারলেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী।

Advertisment

জোড়-ফুলের অন্দরের খবর, মালদার দুই কেন্দ্রেই এবার 'বহিরাগত' প্রার্থী দিয়েছে নেতৃত্ব। যা নিয়ে প্রচারে বিরোধী বিজেপি। সেই কারণেই হতাশ তৃণমূল নেতা, কর্মীরা।

কেন দলীয় প্রার্থীর প্রচারে নেই দলের জেলা নেতৃত্ব? তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, 'কোনও গোষ্ঠী কোন্দল নেই। আমাদের উত্তর মালদার প্রার্থী ওল্ড মালদাতেই থাকবেন তাই প্রাথমিকভাবে আজকে তাঁর এই প্রচার। সকলে আমরা একসঙ্গে ভোট করব।'

আরও পড়ুন- Baharampur: রসাতলে তৃণমূলের অধীর চ্যালেঞ্জ? জোড়া-ফুলের অন্দরেই নিশানায় ‘বহিরাগত’ ইউসুফ পাঠান

উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে সোমবারই মালদায় ফিরেছেন প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন নির্বাচনী প্রচারের প্রথম দিন পুরাতন মালদার একাধিক এলাকায় নির্বাচনী প্রচার এবং দেওয়াল লিখনে অংশ নেন তিনি। তাঁর এই কর্মসূচিতে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান এবং হাতে গোনা কয়েক জন কাউন্সিলর উপস্থিত থাকলেও জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কেউ উপস্থিতি ছিল না।

আরও পড়ুন- Abhijit Gangopadhyay-Mamata Banerjee: নাম না নিয়ে মমতাকেই তীব্র টিপ্পনি অভিজিতের, যা সব বললেন…চর্চা তুঙ্গে!

তবে এই বিষয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'সকলেই আমার পাশে আছেন। বিজেপির গড় বলে মালদায় কিছু থাকবে না। ধুলোয় মিশে যাবে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় সরকার শুধু প্রতিশ্রুতি দেয়। মানুষকে বঞ্চিত করে। বাঙালি হয়ে জন্মানোটা কি অপরাধ? তাহলে বাংলার মানুষ কেন বঞ্চিত হবে?'

tmc Malda Prasun Banerjee Maldah loksabha election 2024
Advertisment