বকখালিতে ফের ট্রলারডুবি, নিখোঁজ ১০ মৎস্যজীবী

ওই ট্রলারের দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ অন্তত ১০ জন।

ওই ট্রলারের দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ অন্তত ১০ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
trawler sank in the sea at Bakkhali

বকখালির রক্তেশ্বরী চরের কাছে মাছ ধরার ট্রলার ডুবে গিয়েছে।

বকখালিতে ফের ট্রলারডুবির ঘটনা। বকখালির রক্তেশ্বরী চরের কাছে মাছ ধরার ট্রলার ডুবে গিয়েছে। ওই ট্রলারের দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ অন্তত ১০ জন।

Advertisment

জানা গিয়েছে, দিন পাঁচেক আগেই এফবি হৈমবতী নামের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে মাছ ধরতে বেরোয়। ওই ট্রলারে ছিলেন মোট ১২ জন মৎস্যজীবী। কিন্তু ট্রলারটি মাঝ সমুদ্রে পৌঁছালে আবহাওয়ার অবনতি হয়। ফলে পাড়ের দিকে ফিরে আসছিল ট্রলারটি। সেই সময়ে বকখালির রক্তেশ্বরী চরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে।

ট্রলারডুবির বিষয়টি আশপাশের ট্রলারে থাকা মৎস্যজীবীদের নজরে পড়তেই দ্রুত উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। ট্রলারে থাকা ২ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়। ট্রলারটিও উদ্ধার করা গিয়েছে। তবে দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রলারে থাকা ১০ জন মৎসজীবী এখনও নিখোঁজ। ওই ট্রলারটিকে পাড়ে নিয়ে আসার কাজ চলছে। তারপরই স্পষ্ট হবে যে নিখোঁজ মৎস্যজীবীরা ওই ট্রলারের মধ্যে আটকে রয়েছে কিনা।

Advertisment

সম্প্রতি বকখালির কলস দ্বীপের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটেছিলো। ওই ট্রলারেও ১২ জন মৎসজীবী ছিলেন। খারাপ আবহাওয়ার কারণে ট্রলারডুবির ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। ফে মৎসজীবীদের আরও সতর্ক হতে বলা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

South 24 Pgs West Bengal