scorecardresearch

বারাকপুর শুটআউটে প্রথম গ্রেফতারি, ফিল্মি কায়দায় পুলিশি হানা, জালে ১

বারাকপুর শুটআউটে প্রথম গ্রেফতারি।

one accused arrest in barackpur shootout case
প্রতীকী ছবি।

বারাকপুর শুটআউটে প্রথম ব্রেক থ্রু। গ্রেফতার খুনে যুক্ত এক দুষ্কৃতী। ঘটনার দেড় দিন পর হাওড়া স্টেশন থেকে সানি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বারাকপুর কমিশনারেটের পুলিশ। ধৃতকে দফায় দফায় জেরা করে বাকি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

গত বুধবার ভরসন্ধেয় বারাকপুরে সোনার দোকানে ডাকাতি করতে ঢোকে চার দুষ্কৃতী। ডাকাতিতে বাধা দিলে ব্যবসায়ীর ছেলেকে গুলি করে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই দিন চার দুষ্কৃতী বারাকপুরের ওই সোনার দোকানে ঢুকেছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ভরসন্ধেয় বারাকপুরের ওই ব্যস্ত এলাকায় এমন রোমহর্ষক-কাণ্ডে প্রশ্নের মুখে পড়ে এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি। পুলিশি ভূমিকা নিয়ে সোচ্চার হয় বিরোধীরা।

আরও পড়ুন- ‘আর কতদিন ওকে কোলে নিয়ে ঘুরবেন মমতা ব্যানার্জি?’ দিলীপের নিশানায় অভিষেক

শেষমেশ ঘটনার দেড় দিন পর বারাকপুর শুটআউটে প্রথম গ্রেফতারি। সূত্র মারফত জানা গিয়েছে, হাওড়া স্টেশন থেকে সানি নামে এক দুস্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুষ্কৃতী বারাকপুর শুটআউটে যুক্ত বলে দাবি পুলিশের। হাওড়া স্টেশন থেকে অন্যত্র পালানোর ছক ছিল ধৃতের, এমনই ধারণা পুলিশের। ধৃতকে দফায় দায় জেরা করছে পুলিশ। তাকে জেরা করেই বাকি দুষ্কৃতীদের খোঁজ পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- কেন বিদ্রোহী ঘরে ফেরা তৃণমূল নেতা অর্জুন সিং? ‘ব্যাক গিয়ার’-এর অপেক্ষা!

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: One accused arrest in barackpur shootout case