Advertisment

Bengal STF Arrested Terrorist : লন্ড্রিতে কাজের আড়ালে কীভাবে চলত জঙ্গি কার্যকলাপ? জানার চেষ্টায় মরিয়া বেঙ্গল STF

কাঁকসার পানাগড় ও নদীয়া জেলার নবদ্বীপ থানার মায়াপুর মোল্লাপাড়া থেকে জঙ্গি যোগে গ্রেফতারের পর চেন্নাই থেকে এদের সঙ্গে যুক্ত সন্দেহে আরেকজনকে গ্রেফতার করল এসটিএফ ।

IE Bangla Web Desk এবং Sayan Sarkar
New Update
one more terrorist arrest from chennai by bengal STF

জঙ্গি সন্দেহে ধৃত আরও ১,

Bengal STF Arrested Terrorist :কাঁকসার পানাগড় ও নদীয়া জেলার নবদ্বীপ থানার মায়াপুর মোল্লাপাড়া থেকে জঙ্গি যোগে গ্রেফতারের পর চেন্নাই থেকে এদের সঙ্গে যুক্ত সন্দেহে আরেকজনকে গ্রেফতার করল এসটিএফ ।

Advertisment

মঙ্গল কোটের ভালুক গ্রামের বাসিন্দা শেখ আনোয়ার কে বেঙ্গল এস টি এফ এর দল খবর পেয়ে চেন্নাই থেকে গ্রেপ্তার করে আনা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । দুর্গাপুর মহকুমা আদালত এই জঙ্গিকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেয় ।

সূত্রের খবর, ৪ বছর ধরে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ ছিল তার। শেখ আনোয়ার কর্মসূত্রে চেন্নাইয়ে একটি লন্ড্রিতে কাজ করতেন । আরও জানা গিয়েছে কয়েকদিন আগেই কাঁকসার পানাগড় ও নবদ্বীপ থেকে যে দুজন জঙ্গিকে গ্রেফতার করেছিল এস টি এফ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পর চেন্নাইয়ের শেখ আনোয়ারের খোঁজ মেলে ।

আরও পড়ুন : < Salt lake Lynching: বউবাজারের পর সল্টলেক! ফের শহরের বুকে ‘পিটিয়ে খুন’, চূড়ান্ত চাঞ্চল্যে প্রশ্নের মুখে নিরাপত্তা >

বেঙ্গল এস টি এফ এর একটি দল শেখ আনোয়ারকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসে এবং আনোয়ারকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি আরও বাড়িয়ে নিয়ে যেতে চায় । নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে শেখ আনোয়ার যুক্ত হয়ে কি কাজ করত সেটাও জানার চেষ্টা করছে এসটিএফ ।

Terrorist STF
Advertisment